অক্টোবর বিপ্লবের তাৎপর্যকে মানুষের কাছে তুলে ধরার আহ্বান

অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী (ছবি: অনলাইন থেকে সংগৃহীত)অক্টোবর বিপ্লবের তাৎপর্যকে মানুষের কাছে তুলে ধরার আহ্বান জানিয়েছে অক্টোবর বিপ্লব শতবর্ষ উদ্যাপন জাতীয় কমিটি। শুক্রবার ঢাক বিশ্ববিদ্যালয়ের ডাকসু ভবনের দ্বিতীয় তলায় সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় এ আহ্বান জানানো হয়।

ভাষা সংগ্রামী আহমদ রফিকের সভাপতিত্বে এ সভায় জাতীয় কমিটির পক্ষ থেকে  ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইমিরেটাস অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী জানান, ‘অক্টোবর বিপ্লব শতবার্ষিকী উদ্যাপন জাতীয় কমিটি গঠন করা হয়েছে। আগামী ১ অক্টোবর ঢাকায় কেন্দ্রীয়ভাবে অক্টোবর বিপ্লব শতবর্ষ উদযাপনের কর্মসূচি শুরু হবে। আগামী ৭ নভেম্বর মহাসমাবেশ ও লাল পতাকা মিছিলের মধ্য দিয়ে কর্মসূচি আনুষ্ঠানিকভাবে শেষ হবে। এ সময়ের মধ্যে দেশের প্রগতিশীল শ্রমিক-কৃষক-ক্ষেতমজুর-ছাত্র-যুব-নারী-সাংস্কৃতিক সংগঠনগুলো ঢাকায় সভা-সমাবেশ-প্রদর্শনী-সেমিনার-সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানামাত্রিক কর্মসূচি পালন করবে।’

উল্লেখ্য, গত ১৯ মে ভাষা সংগ্রামী আহমদ রফিক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরীকে যুগ্ম আহ্বায়ক করে এ কমিটি গঠন করা হয়। দেশের প্রতিটি জেলায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সমন্বয়ে অক্টোবর বিপ্লবের শতবর্ষ উদযাপনে নানামুখী উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এছাড়া কয়েকটি জেলায় কমিটি গঠন করা হয়েছ।

অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী বলেন, ‘অনুষ্ঠানসর্বস্বতা নয়, বরং অক্টোবর বিপ্লবের তাৎপর্য সকল মানুষের কাছে তুলে ধরে এদেশের সমাজতান্ত্রিক আন্দোলনকে বেগবান করার লক্ষ্যেই এই জাতীয় কমিটি কর্মসূচি পালন করবে।’

আজফার হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন- জাতীয় কমিটির সমন্বয়ক হায়দার আকবর খান রনো, সিপিবি সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি, গণমাধ্যম যোগাযোগ উপ-কমিটির আহ্বায়ক অধ্যাপক আজফার হোসেন, বাসদের কেন্দ্রীয় নেতা রাজেকুজ্জামান রতন, ইউনাইটেড কমিউনিস্ট লীগের সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন নান্নু, প্রগতি লেখক সংঘের সাধারণ সম্পাদক কবি সাখাওয়াত টিপু, বাসদ (মার্কসবাদী) কেন্দ্রীয় নেতা ও জাতীয় কমিটির কোষাধ্যক্ষ ফখরুদ্দিন কবির আতিক, জাতীয় কমিটির প্রকাশনা উপ পরিষদের আহ্বায়ক অভিনু কিবরিয়া ইসলাম প্রমুখ।

/এসটিএস/এসএনএইচ/