রাজধানীর লালবাগের ঢাকেশ্বরী মন্দিরের কাছেই ব্যস্ত সড়কের পাশে একটি অফিসের দোতলা ভবন। ১০ নম্বর ঢাকেশ্বরী রোডের এই ভবনটিতে মানুষের যাতায়াত নেই বললেই চলে। প্রবেশের গেটটিও বেশির ভাগ সময় থাকে বন্ধ। যদিও এই অফিসের অধীনে কাজ করেন ২৯১ জন কর্মী। অফিসটির নাম ‘ঢাকা মশক নিবারণী দপ্তর।’ স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের অধীনে এই দফতরের জন্ম ১৯৪৮ সালে। সে সময়ে দফতরটি ছিল স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনে।
মশক নিবারণী দফতরের সীমানা প্রাচীরের ভেতরে চোখে পড়ে প্রচুর খালি ড্রাম। এসব ড্রামে মশা মারার ওষুধ থাকে বলে জানালেন ক্যাশিয়ার জামাল উদ্দিন। তিনি বলেন,‘ঢাকার দুই সিটি করপোরেশন মশা মারার জন্য যে ওষুধ কেনে, সেগুলো এখানে মজুদ রাখা হয়। ওষুধের ব্যবহার শেষে ড্রামগুলোও এখানে রাখা হয়। তারাই পরে খালি ড্রামগুলো সরিয়ে নেয়।’
মশক নিবারণী দফতর নাম হলেও এ অফিসের লোকজন নিজেরা এখন আর মশা নিবারণের কাজ করেন না। প্রতিষ্ঠানটির কর্মীরা ঢাকা উত্তর ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের অধীনে মশা নিবারণের কাজ করেন। এমনকি মশা নিয়ে এই প্রতিষ্ঠানটির নেই কোনও গবেষণা কার্যকর্ম, নেই মশা মারার কোনও যন্ত্র। দফতরটির বেশির ভাগ কর্মীই কাজ করেন দুই সিটি করপোরেশনের অধীনে।
বর্তমানে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপ-সচিব পদমর্যাদার একজন কর্মকর্তা দফতরের ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন। কোনও কাজ না থাকায় মশক নিবারণী দফতরে তার জন্য কক্ষ বরাদ্দ থাকলেও তিনি বেশির ভাগ সময় মন্ত্রণালয়ে অফিস করেন। এখন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপ-সচিব সরজ কুমার নাথ দফতরটির ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন।
মশক নিবারণী দফতর সূত্রে জানা গেছে, এই অফিসের জনবল কাঠামো অনুসারে ৩৯৬ জন কর্মকর্তা-কর্মচারী থাকার কথা। তবে বর্তমানে প্রায় ১০৫টি পদ শূন্য রয়েছে। দফতরের ২৯১ জন কর্মী ঢাকা উত্তর ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে কাজ করছেন। এই ২৯১ জনের মধ্যে ক্রু আছেন ২৬৭ জন,যারা সিটি করপোরেশনের মশা ছিটানোর স্প্রে মেশিন পরিচালনা করেন। ক্রুদের তদারকির জন্য রয়েছেন ১০ জন সুপারভাইজার। দুই করপোরেশনের ১০টি অঞ্চলে কাজ করেন তারা। এছাড়াও রয়েছেন কয়েকজন ইনসেক্ট কালেক্টর (আইসি)। তবে সিটি করপোরেশনের অধীনে কাজ করলেও কর্মীদের বেতন-ভাতা পরিশোধ করে এই দফতর।
বিভিন্ন সময়ে ঢাকা মশক নিবারণী দফতরটি বিলুপ্তির প্রস্তাব উঠেছিল বলে জানান এখানকার ভারপ্রাপ্ত কর্মকর্তা সরজ কুমার নাথ। তিনি বলেন, ‘ঢাকা মশক নিবারণী দফতরটি এখন আর নিজস্ব ব্যবস্থাপনায় মশা নিবারণ করে না। সিটি করপোরেশনের অধীনে আমাদের কর্মীরা কাজ করেন। আমাদের কর্মকর্তা-কর্মচারীরা সবাই রাজস্ব খাতভুক্ত। দফতরটি বিলুপ্ত হলে তাদের ভবিষৎ কী হবে, এত কর্মী মন্ত্রণালয়ের সংযুক্ত করার প্রয়োজন আছে কিনা এসব বিষয় ভাবা হচ্ছে।’
সরজ কুমার নাথ বলেন, ‘এক সময় এখানে মশা নিয়ে গবেষণা কার্যক্রম পরিচালনার প্রস্তাব উঠেছিল, পরে তার আর বাস্তবায়ন হয়নি। এখন সিটি করপোরেশনকে আমরা সহায়তা দিয়ে যাচ্ছি।’
/সিএ/এপিএইচ/আপ-এমও/