মানবতাবিরোধী অপরাধ: আজহারুল ও কায়সারের আপিল শুনানি রবিবার

 

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালএকাত্তরে মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলাম ও জাতীয় পার্টির (জাপা) নেতা সৈয়দ মোহাম্মদ কায়সারের আপিল শুনানি হবে আগামীকাল রবিবার।  

রবিবার (১৩ আগস্ট) প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার (এসকে) সিনহার নেতৃত্বাধীন তিন সদস্যের আপিল বিভাগে এই মামলা দুটি শুনানির জন্য সুপ্রিম কোর্টের ওয়েব সাইটে কার্য তালিকায় ক্রম ২ ও ৩ নম্বরে রয়েছে।

এর আগে ২০১৬ সালের ৮ মার্চ মীর কাসেম আলীর আপিলের রায় ঘোষণার পর এই প্রথম সুপ্রিম কোর্টের আপিল বিভাগে মানবতাবিরোধী অপরাধীদের করা আপিল শুনানির উদ্যোগ লক্ষ্য করা যাচ্ছে। যদিও তারপর চলতি বছরের ১৫ মার্চ জামায়াতের অপর নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর রিভিউ নিষ্পত্তি করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।

/এমটি/এসটি/