রায় নিয়ে গণমাধ্যমে কথা নয়: প্রধান বিচারপতি

রক্তদান কর্মসূচিতে প্রধান বিচারপতিসংবিধানের ষোড়শ সংশোধনী নিয়ে গণমাধ্যমে কথা বলবেন না বলে জানিয়েছেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা। মঙ্গলবার (১৫ আগস্ট) সুপ্রিম কোর্ট মিলনায়তনের সামনে সাংবাদিকদের প্রশ্নোত্তরে তিনি এ কথা বলেন।
প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা রায় নিয়ে তার মন্তব্যের বিষয়ে বলেন, ‘রায় নিয়ে প্রকাশ্যে বা গণমাধ্যমে কিছু বলবো না, তবে যা বলার কোর্টে বলবো ।’
তিনি আরও বলেন, ‘আজ  (মঙ্গলবার) আমরা রক্তদান কর্মসূচির আয়োজন করেছি। ১৫ আগস্ট বঙ্গবন্ধুকে স্বপরিবারে হত্যার মাধ্যমে যে রক্ত ঝড়ানো হয়েছে, তার প্রতিদানে রক্তদান কর্মসূচির মাধ্যমে আমরা গরীব-অসহায়দের জন্য রক্তের ব্যবস্থা করছি।’
উল্লেখ্য, ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে গতবছর থেকেই প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার তত্ত্বাবধানে সুপ্রিম কোর্টে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি আয়োজিত হয়ে আসছে।
/এমটি/এপিএইচ/