‘বাঁধ সুরক্ষায় সাধারণ মানুষকে সম্পৃক্ত করতে হবে’

এটুআই প্রোগ্রামের জনপ্রেক্ষিত বিশেষজ্ঞ নাঈমুজ্জামান মুক্তাসামাজিক বনায়নের মতো বাঁধ সুরক্ষাকেও সাধারণ মানুষকে সম্পৃক্ত করতে হবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের অ্যাকসেস টু ইনফরমেশন (এটুআই) প্রোগ্রামের জনপ্রেক্ষিত বিশেষজ্ঞ নাঈমুজ্জামান মুক্তা। তিনি বলেন, ‘আমাদের সামগ্রিক পরিকল্পনা নিয়েও চিন্তা করার প্রয়োজন আছে। বিস্তৃত এলাকার বাঁধ সরকার পাহারা দিয়ে রাখতে পারবে না। এজন্য সাধারণ মানুষকে সম্পৃক্ত করতে হবে। তখন মানুষ নিজের সুরক্ষার জন্যই বাঁধের যত্ন নেবেন।’
বাংলা ট্রিবিউন আয়োজিত ‘এলো বন্যা: আমরা কি প্রস্তুত’ শীর্ষক বৈঠকিতে এসব কথা বলেন এটুআইয়ের জনপ্রেক্ষিত বিশেষজ্ঞ নাঈমুজ্জামান মুক্তা। তিনি বলেন, ‘সত্যিকার অর্থে মানুষের সক্ষমতা বেড়েছে। ঘরে চাল আছে, টাকাও আছে। কিন্তু হঠাৎ করে বন্যার পানি চলে এলে তাদের বিপাকে পড়তে হতে পারে। পানির কারণে অনেকের রান্না করা বা বাজার করার সুযোগ কম। সেক্ষেত্রে হয়তো তাদের কিছুটা সাহায্য প্রয়োজন। তবে আগে যেমন বন্যা বা দুর্যোগ হলে সবাইকে গণহারে সহায়তা দিতে হতো, এখন সেই পরিস্থিতি নেই। এখন বাংলাদেশ একটি মর্যাদাজনক অবস্থান তৈরি হয়েছে।’
নাঈমুজ্জামান মুক্তা আরও বলেন, ‘আমাদের ভালো ব্যবস্থাপনার খুব সংকট। বন্যার পর কাঁচা রাস্তা ক্ষতিগ্রস্ত হবে, পানিবাহিত রোগ ছড়াবে। অনেক কৃষকের বীজতলা নষ্ট হয়েছে, ফসল নষ্ট হয়েছে। বন্যার কারণে লম্বা সময় লেখাপড়া বন্ধ। স্কুলে আশ্রয়কেন্দ্র করার কারণে বন্যা গেলেও স্কুল খুলতে সময় লাগবে। এসব বিষয়ে মনোযোগী হতে হবে। সহায়তার জন্য এসব ক্ষেত্রে নজর দিতে হবে।’

কৃষির ক্ষয়ক্ষতি প্রসঙ্গে এটুআইয়ের এই বিশেষজ্ঞ বলেন, ‘দুয়েকদিন পানিতে থাকলে ধানের ক্ষতি হয় না। এই বন্যাতেও এখনও ধানের কোনও ক্ষতি হয়নি। বরং ধানের ক্ষেত্রে কৃষকর লাভবান হবেন। টানা বৃষ্টির কারণে তাদের সেচ দিতে হচ্ছে না, সেচের টাকা সাশ্রয় হচ্ছে। পানির কারণে কীটনাশক ধুয়ে গেছে। ধানক্ষেত এখন হাসছে। বন্যায় উত্তরাঞ্চলে ফসলের ক্ষতি হওয়ার কোনও সম্ভবনা নেই। তবে সবজি বা মরিচের ক্ষেত কিছু নষ্ট হয়েছে।’
ভয়াবহ বন্যা পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে বাংলাদেশ। পানি কমলে মানুষের ভোগান্তি আরও বাড়বে বলে আশঙ্কা প্রকাশ করছেন দুর্যোগ ব্যবস্থাপনা বিশ্লেষকরা। এমন পরিস্থিতিতে সাম্প্রতিক বন্যা পরিস্থিতি ও বাংলাদেশের প্রস্তুতি নিয়ে বাংলা ট্রিবিউনের সাপ্তাহিক বৈঠকি ‘এলো বন্যা: আমরা কি প্রস্তুত’ শীর্ষক বৈঠকি চলছে।
বৃহস্পতিবার (১৭ আগস্ট) বিকাল ৪টায় বাংলা ট্রিবিউনের কার্যালয়ে এ বৈঠকি অনুষ্ঠিত হচ্ছে। সাংবাদিক মুন্নী সাহার সঞ্চালনায় বৈঠকিটি এটিএন নিউজ চ্যানেল ও বাংলা ট্রিবিউনের ফেসবুক পেজে সরাসরি সম্প্রচার করা হচ্ছে।
বৈঠকিতে আলোচক হিসেবে আরও উপস্থিত আছেন দুর্যোগ ও দুর্যোগ ব্যবস্থাপনা বিশেষজ্ঞ গওহর নঈম ওয়ারা, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটি) সাবেক নির্বাহী প্রকৌশলী তোফায়েল আহমদ, প্র্যাকটিক্যাল অ্যাকশনের আব্দুর রব, বাংলা ট্রিবিউনের প্ল্যানিং এডিটর নজরুল কবীর ও সাংবাদিক শফিকুল ইসলাম।
/সিএ/টিআর/