মেয়র আনিসুল হকের অবস্থা স্থিতিশীল

ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হক (ছবি-ইন্টারনেট)
ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হকের শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে। তিনি এখনও লন্ডনের একটি হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন রয়েছেন। বৃহস্পতিবার স্থানীয় সময় বিকেল সাড়ে তিনটায় লন্ডনে বাংলাদেশ দূতাবাসের প্রেস মিনিস্টার নাদীম কাদির বাংলা ট্রিবিউনকে এ তথ্য জানান।
লন্ডনের ওই হাসপাতালের চিকিৎসক, আনিসুল হকের কন্যা ও পরিবারের সদস্যদের উদ্ধৃতি দিয়ে নাদীম কাদির আরও জানান, মেয়রকে নতুন আরও কিছু ওষুধ দিয়েছেন চিকিৎসকরা। চিকিৎসকরা আশা করছেন, কয়েকদিনের মধ্যে তার শারীরিক অবস্থার উন্নতি হতে পারে। বর্তমানে তার অবস্থা স্থিতিশীল আছে।
উল্লেখ্য, গত ২৯ জুলাই ব্যক্তিগত সফরে সপরিবারে লন্ডন যান আনিসুল হক। সেখানে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। পরে তাকে স্থানীয় একটি হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়। তিনি সেরিব্রাল ভাসকুলাইটিসে (মস্তিষ্কের রক্তনালীর প্রদাহ) আক্রান্ত হয়েছেন।
মেয়রের পারিবারিক সূত্র জানায়, তিনি আগে থেকেই কিছুটা অসুস্থ ছিলেন। দেশে চিকিৎসকরা তার সমস্যাটা ঠিক ধরতে পারেননি। গত ১৪ তারিখ তার দেশে ফেরার কথা ছিল।
/টিএন/