লংগদুর ঘটনায় তদন্ত কমিশন কেন হবে না: হাইকোর্ট

হাইকোর্টরাঙামাটি জেলার লংগদু উপজেলায় হত্যা, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনায় কমিশন অব ইনকোয়ারি অ্যাক্টের অধীনে তদন্ত কমিশন গঠনের নির্দেশ কেন দেওয়া হবে না-তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।
সোমবার দুপুরে বিচারপতি কাজী রেজাউল হক ও বিচারপতি মোহাম্মদ উল্ল্যাহর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেনে।

একইসঙ্গে কেবিনেট সচিব, আইনসচিব, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পুলিশের আইজি চট্টগ্রাম রেঞ্জকে আগামী আট সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে। কমিশন গঠনের বিষয়ে কী পদক্ষেপ নেওয়া হয়েছে, আগামী তিন মাসের মধ্যে তা জানিয়ে অগ্রগতি প্রতিবেদন দিতে বলা হয়েছে।

আদালতে আবেদনের পক্ষে ছিলেন আইনজীবী শাহদীন মালিক। আবেদনকারী আইনজীবী নিকোলাস চাকমা বাংলা ট্রিবিউনকে বলেন,তিনি লংগদুর ঘটনায় প্রশাসন জড়িত কিনা এবং ক্ষতির পরিমাণ নির্ধারণ করে ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দেওয়ার আবেদন করেছিলেন। আদালত তদন্ত কমিশন কেন গঠন করা হবে না সে বিষয়ে রুল জারি করেছেন।

/ইউআই/এসটি/