এখন থেকে অনলাইনে পাওয়া যাবে ইবির ফলাফল

কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) অনার্স ও মাস্টার্সের ফলাফল এখন থেকে অনলাইনেই পাওয়া যাবে। এতে শিক্ষার্থীরা যে কোনও জায়গা থেকে বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইট www.iu.ac.bd -তে নিজ নিজ একাডেমিক তথ্য প্রদানের মাধ্যমে লগইন করে তাদের ফলাফল জানতে পারবেন।

সোমবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. মো. হারুন উর রশিদ আসকারী নিজ কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে ‘অনলাইন রেজাল্ট প্রসেস অ্যান্ড পাবলিকেশন সিস্টেম’ এর উদ্বোধনকালে একথা বলেন। এসময় বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি অধ্যাপক ড. মো. শাহিনুর রহমান,ট্রেজারার অধ্যাপক ড. মো. সেলিম তোহা,ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এস এম আব্দুল লতিফ, প্রক্টর অধ্যাপক ড. মো. মাহবুবর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন। খবর বাসস।