কোরবানির পশুর বর্জ্য ব্যবস্থাপনায় ডিএসসিসি’র হটলাইন

বক্তব্য রাখছেন ডিএসসিসি মেয়র মোহাম্মদ সাঈদ খোকন (ছবি: সংগৃহীত)আসন্ন ঈদুল আজহায় কোরবানির পশুর বর্জ্য ব্যবস্থাপনায় হটলাইন চালু করছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। বুধবার (২৩ আগস্ট) রাজধানীর সাদেক হোসেন খোকা কমিউনিটি সেন্টারে ডিএসসিসি মেয়র মোহাম্মদ সাঈদ খোকন এ তথ্য জানিয়েছেন।
জানা গেছে, কোরবানির বর্জ্য অপসারণে ডিএসসিসি ঘোষিত সময়ের পরও কোথাও বর্জ্য পড়ে থাকলে তা অপসারণে নাগরিকরা হটলাইনের সহায়তা নিতে পারবেন। হটলাইনে ফোন করলেই করপোরেশনের বর্জ্য ব্যবস্থাপনা কর্মীরা দ্রুততার সঙ্গে আবর্জনা অপসারণের ব্যবস্থা নেবেন।
জাতীয় শোক দিবস উপলক্ষে মেয়র মোহাম্মদ হানিফ স্মৃতি সংসদ আয়োজিত আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় ডিএসসিসি মেয়র বলেন, ‘আসন্ন ঈদুল আজহায় কোরবানির পশুর বর্জ্য দ্রুত অপসারণ করা হবে। আগের বছরগুলোর মতোই এবারও নির্ধারিত সময়ের মধ্যেই নগরীকে বর্জ্যমুক্ত করার সব প্রস্তুতি সম্পন্ন করেছি আমরা।’
আলোচনা অনুষ্ঠানে আরও ছিলেন মেয়র মোহাম্মদ হানিফ স্মৃতি সংসদের সভাপতি মোহাম্মদ মানিক, স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর মো. সুলতান মিয়া, ওয়ার্ড কাউন্সিলর আবু আহমেদ মন্নাফী, মো. সিরাজুল ইসলাম ভাট্টি, ফরিদ উদ্দিন আহমেদ রতন প্রমুখ।