২৪ ঘণ্টায় ৫৭ হাজার রোহিঙ্গা ঢুকেছে বাংলাদেশে

লম্বাবিল সীমান্ত হয়ে বাংলাদেশে ঢুকছেন রোহিঙ্গারাআন্তর্জাতিক অভিবাসন সংস্থার হিসাব অনুযায়ী গতকাল সোমবার থেকে আজ  মঙ্গলবার পর্যন্ত ২৪ ঘণ্টায় ৫৭ হাজার রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশ করেছে।

সংস্থাটির হিসাব মতে, ২৫ আগস্ট থেকে আজ মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) পর্যন্ত মোট তিন লাখ ৭০ হাজার রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে এসেছে। বার্তা সংস্থা  রয়টার্স ইন্টার সেক্টর কো-অর্ডিনেশন গ্রুপের বরাত দিয়ে জানায়, সোমবার পর্যন্ত বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গাদের সংখ্যা ছিল তিন লাখ ১৩ হাজার। এই হিসাবে দেখা যাচ্ছে, মিয়ানমারে সেনাদের নির্যাতনের শিকার হয়ে একদিনেই ৫৭ হাজার রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশ করে।

আন্তর্জাতিক অভিবাসন সংস্থার মুখপাত্র লিওনার্ড ডোয়লে মঙ্গলবার বলেন, ‘আমাদের যতটুকু সাধ্য আছে, ততটুকু করছি এবং আমাদের আরও সহায়তা দরকার।’

আর কতজন রোহিঙ্গা আসতে পারে জানতে চাইলে তিনি জবাব দিতে অপারগতা প্রকাশ করেন।

রোহিঙ্গাদের ওপর সামরিক বাহিনীর নির্যাতন শুরুর পর মিয়ানমার সরকারের ওপর আন্তর্জাতিক চাপ বৃদ্ধি পায়। জাতিসংঘের মানবাধিকার সংস্থার প্রধান জায়েদ রাদ আল হোসেন বলেছেন, ‘এটি পাঠ্যপুস্তকে পড়ানোর মতো জাতিগত নিধন চলছে।’

আরও পড়ুন: 

সাত লাখ রোহিঙ্গাকেও বাংলাদেশ খাওয়াতে পারবে: প্রধানমন্ত্রী