নিরাপদ আশ্রয়ই হলো রোহিঙ্গা গুলজার খাতুনের শেষ ঠিকানা

বাংলাদেশে ঢুকেই মারা যান রোহিঙ্গা গুলজার খাতুন

মিয়ানমারের সেনাবাহিনীর নৃশংসতার হাত থেকে বাঁচতে তিনদিন না খেয়ে পাহাড়, জঙ্গল ও নদী পার হয়ে বাংলাদেশে ঢোকেন গুলজার খাতুন (৬০)।কিন্তু,নিরাপদ ঠিকানার দেখা পেলেও আর আশ্রয়কেন্দ্রে যাওয়া হলো না তার। বাংলাদেশ সীমানায় প্রবেশ করেই মারা যান তিনি।মায়ের লাশ নিয়ে টেকনাফের রাস্তায় বসে আছেন মেয়ে রহিমা খাতুন।

বুধবার সকাল ১১টায় টেকনাফ বাসস্ট্যান্ডে মৃত্যু হয় গুলজার খাতুনের। তিনি আরও কিছু বছর নিরাপদে পৃথিবীতে বাঁচার ইচ্ছা নিয়ে মেয়ে ও জামাইয়ের সঙ্গে মংডুর আংডং থেকে গত রবিবার রওয়ানা দেন।পথে পাহাড়ে,জঙ্গলে কেটে যায় তিনদিন। এসময় তারা সবাই না খেয়ে ছিলেন। এতে অসুস্থ হয়ে পড়েন গুলজার।

তার মেয়ে রহিমা খাতুন বাংলা ট্রিবিউনকে বলেন,‘আমার বাবার নাম সাইদুর রহমান। বাবা অনেক বছর আগেই মারা গেছেন। মংডুর আংডাং এলাকায় আমাদের বাড়ি। মিয়ানমার মিলিটারি গ্রামে প্রতিদিন আগুন দেয়। তাদের হাত থেকে বাঁচতে বাড়িঘর ছেড়ে পালিয়ে আসি। আমার স্বামী রহমত উল্লাহ, তিন মেয়ে ও চার ছেলের সঙ্গে আমার মাও আসে। পথে আমরা জঙ্গলে ছিলাম,এসময় খেতে পারিনি। মা এতে অসুস্থ হয়ে পরে। তিনদিন পর আজ  নাফ নদী পার হয়ে শাহপরীর দ্বীপে আসি। সেখান থেকে হেঁটে টেকনাফে। সকালে টেকনাফে এসে মা অসুস্থ হয়ে পড়েন, সকাল ১১টার দিকে আমার কোলে মারা যায়।’

রহিমা খাতুন ও তার সন্তানরা লাশ নিয়ে যখন বাসস্ট্যান্ডে বসে ছিলেন,তখন টেকনাফ কেন্দ্রীয় মসজিদ কর্তৃপক্ষ খবর পেয়ে আসেন। তারা লাশটিকে লাশবহনের খাটে তুলেন। দাফনের প্রক্রিয়া শুরু করেন। রহিমা খাতুন বলেন, মাকে টেকনাফে দাফন করে আমরা উখিয়ার ক্যাম্পে যাবো।

উল্লেখ্য, গত ২৪ আগস্ট মিয়ানমারের রাখাইন রাজ্যে নতুন করে সহিংসতা ছড়িয়ে পড়ার পরদিন থেকে প্রাণ বাঁচাতে দলে দলে রোহিঙ্গারা বাংলাদেশে প্রবেশ করছে।স্থল ও নদী পথে হাজার হাজার রোহিঙ্গার বাংলাদেশে আসা এখনও অব্যাহত রয়েছে।মঙ্গলবার পর্যন্ত ৩ লাখ ৭০ হাজার রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশ করেছে বলে জাতিসংঘ শরণার্থী সংস্থা (ইউএনএইচআরসি) জানিয়েছে। এছাড়াও পালিয়ে আসার সময় নাফ নদীতে একাধিক নৌকা ডুবির ঘটনাও ঘটেছে। এতে এখন পর্যন্ত ৯৮ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এর মধ্যে নারী ও শিশুই মৃতদেহই বেশি।আর দেশ থেকে পালিয়ে আসার সময় হাজার হাজার রোহিঙ্গাকে মিয়ানমার সেনাবাহিনী হত্যা করেছে ও তাদের বাড়িঘর জ্বালিয়ে দিয়েছে বলেও জানা গেছে।