‘রোহিঙ্গাদের স্বীকার করতে চায় না মিয়ানমার’

সাবেক পররাষ্ট্র সচিব মুন্সী ফয়েজ (ছবি- সাজ্জাদ হোসেন)‘ডেমোক্রেসি’ নিয়ে মিয়ানমার বিভিন্ন ধরনের কূটনীতি করছে। ওখানকার সামরিক শাসকরা নিজেদের ক্ষমতা জিইয়ে রাখার চেষ্টা করছে। তারা রোহিঙ্গাদের স্বীকৃতি দিতে চায় না। তারা রোহিঙ্গাদের বলে ‘আরাকানের মুসলিম’। এই মানবিক সংকট নিয়েই এখন আমাদের ভাবতে হবে।
বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) বিকাল ৪টায় শুরু হওয়া ‘রোহিঙ্গা সংকট বনাম মানবতা’ শীর্ষক বাংলা ট্রিবিউন বৈঠকিতে এসব কথা বলেন সাবেক পররাষ্ট্র সচিব মুন্সী ফয়েজ। তিনি বলেন, ‘এখনকার পরিস্থিতিটি ধাপে ধাপে আমাদের বুঝতে হবে। মিয়ানমার তো রোহিঙ্গাদের স্বীকার করেই না, তারা রোহিঙ্গা শব্দটিকেই তুলে দিতে চায়। কিন্তু বাংলাদেশ তো এই সংকটের কারণে সরাসরি আক্রান্ত। মিয়ানমারের গণতান্ত্রিক সংকট রয়েছে। কিন্তু এখন উদ্ভূত পরিস্থিতিতে মানবিক সংকটই আমাদের বেশি ভাবাচ্ছে।’
বৈঠকিতে আলোচক হিসেবে আরও উপস্থিত আছেন নিরাপত্তা বিশ্লেষক মেজর জেনারেল (অব.) আব্দুর রশীদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সহযোগী অধ্যাপক তানজিম উদ্দিন খান, ব্র্যাক-এর মাইগ্রেশন প্রকল্পের প্রধান শরীফুল হাসান, বাংলা ট্রিবিউনের বিশেষ প্রতিনিধি শেখ শাহরিয়ার জামান ও হেড অব নিউজ হারুন উর রশীদ।
মুন্নী সাহা’র সঞ্চালনায় বৈঠকিটি এটিএন নিউজ ও বাংলা ট্রিবিউনের ফেসবুক পেজ থেকে সরাসরি সম্প্রচার করা হচ্ছে।
আরও পড়ুন-
‘ভোটের রাজনীতির কারণে নিশ্চুপ সু চি’
‘রোহিঙ্গাদের দুর্দশা বর্ণনা করার ভাষা নেই’

‘রোহিঙ্গা ইস্যুতে ২ প্রতিবেশীকে আমরা পাশে পাইনি’