তিন মাসের মধ্যে রোহিঙ্গাদের নিবন্ধন সম্পন্ন করতে সংসদীয় কমিটির সুপারিশ

জাতীয় সংসদ (ছবি- সাজ্জাদ হোসেন)মিয়ানমার থেকে আসা রোহিঙ্গাদের নিবন্ধন কার্যক্রম আগামী তিন মাসের মধ্যে  সম্পন্ন করার সুপারিশ করেছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি। এছাড়া, রোহিঙ্গা সমস্যার স্থায়ী সমাধানের জন্য আন্তর্জাতিকভাবে মিয়ানমারের ওপর চাপ সৃষ্টির সুপারিশও করা হয়।
বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত সভায় এই সুপারিশ করা হয়।  কমিটির সভাপতি ধীরেন্দ্র দেবনাথ শম্ভুর সভাপতিত্বে কমিটির সদস্য ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী, আবদুর রহমান বদি, এস.এম জগলুল হায়দার ও হেপী বড়াল বৈঠকে অংশ নেন।
সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বৈঠকে কমিটির সদস্যরা মত দেন- রোহিঙ্গারা বাংলাদেশের জন্য বোঝা হলেও মানবিক দিক বিবেচনায় তাদের অস্থায়ীভাবে আশ্রয় এবং ত্রাণ দেওয়া হচ্ছে।
বৈঠকের কার্যপত্র থেকে জানা যায়,  দেশে বন্যাকবলিত ৩৫টি জেলায় গত ৯ আগস্ট থেকে ৭ সেপ্টেম্বর পর্যন্ত  ২৪ হাজার ৭৫০ মেট্রিক টন চাল, নগদ  ৮ কোটি ৪২ লাখ টাকা এবং ৪২ হাজার প্যাকেট শুকনা খাবার বরাদ্দ দেওয়া হয় বলে বৈঠকে জানানো হয়। এছাড়া, হাওর অঞ্চলের ছয়টি জেলার তিন লাখ ৮০ হাজার পরিবারকে আগস্ট, সেপ্টেম্বর ও অক্টোবর এই তিন মাসের জন্য ৩৪ হাজার ২০০ মেট্রিক টন চাল ও অন্যান্য সামগ্রী কেনার জন্য ৫৭ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। ৬৪টি জেলায় বিভিন্ন  প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের ঘর নির্মাণের জন্য ৫০ হাজার বান্ডিল ঢেউটিন এবং ১৫ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।

 

 আরও পড়ুন: রাজশাহীতে প্রধানমন্ত্রীর ৬ প্রকল্প উদ্বোধন ও ১৬ ভিত্তিপ্রস্তর স্থাপন