‘ভূ-রাজনৈতিক অঙ্কের শিকার রোহিঙ্গা’ শীর্ষক বাংলা ট্রিবিউন বৈঠকি শুরু

বাংলা ট্রিবিউন বৈঠকিমিয়ানমারের রাখাইন রাজ্যের সাধারণ মানুষরে ওপর সেনাবাহিনীর অত্যাচার-নির্যাতন এখনও চলছে। হাজার হাজার মানুষ সেনাবাহিনীর হাতে নিহত হচ্ছে। পুড়িয়ে দেওয়া হচ্ছে ঘরবাড়ি। জীবন হারানোর ভয়ে পালিয়ে আসা ৪ লাখেরও বেশি রোহিঙ্গাকে আশ্রয় দিয়েছে বাংলাদেশ সরকার। এ নিয়ে উদ্বেগ জানিয়েছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। এদিকে রোহিঙ্গা সংকট সমাধানে জাতিসংঘ নিরাপত্তা পরিষদকে ‘শক্তিশালী ও দ্রুত’ পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
এ পরিস্থিতিতে সংকট নিরসনের উদ্যোগ নেওয়া যেমন জরুরি, তেমনই রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে মানবিক আচরণ করাও প্রয়োজন। মিয়ানমার সেনাবাহিনীর অত্যাচার-নির্যাতনে পালিয়ে আসা রোহিঙ্গাদের মানবিক দিক বিবেচনা করে বাংলাদেশে আশ্রয় দেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
অন্যদিকে গত মঙ্গলবার যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দফতরে রোহিঙ্গা বিষয়ে ওআইসি’র কনটাক্ট গ্রুপ সভায় প্রধানমন্ত্রী বলেন, রোহিঙ্গা সমস্যা আরও প্রকট হওয়ার আগে সমস্যার সমাধান করতে হবে। তিনি বলেন, এটা সমাধানে ওআইসির সদস্য রাষ্ট্রগুলোকে এক হয়ে উদ্যোগ নেওয়ার আহ্বান জানাচ্ছি। সেই সঙ্গে মিয়ানমারের রোহিঙ্গা বিষয়ে কফি আনান কমিশনের সুপারিশ বাস্তবায়নের দাবি জানান তিনি। পাশাপাশি তুলে ধরেন বেশকিছু প্রস্তাবও।
কিন্তু কেন এই রোহিঙ্গা সংকট? এসব নিয়েই মুন্নী সাহা’র সঞ্চালনায় বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) বিকাল ৪টায় শুরু হয়েছে ‘ভূ-রাজনৈতিক অঙ্কের শিকার রোহিঙ্গা’ শীর্ষক বাংলা ট্রিবিউন বৈঠকি।
বৈঠকিতে আলোচক হিসেবে উপস্থিত আছেন শিক্ষক ও গবেষক ড. সলিমুল্লাহ খান, কূটনৈতিক বিশ্লেষক মেজর জেনারেল (অব.) শাহিদুল হক, দৈনিক ইত্তেফাকের কূটনৈতিক সম্পাদক মাঈনুল আলম, শিক্ষক ও গবেষক আলতাফ পারভেজ ও বাংলা ট্রিবিউনের প্ল্যানিং এডিটর নজরুল কবীর।
বাংলা ট্রিবিউন কার্যালয় থেকে এই বৈঠকি এটিএন নিউজ ও বাংলা ট্রিবিউনের ফেসবুক পেজ থেকে সরাসরি সম্প্রচার করা হচ্ছে।