‘ব্লু ইকোনমির কারণে রাখাইনে অনেক দেশের স্বার্থ আছে’

বাংলা ট্রিবিউনের প্ল্যানিং এডিটর নজরুল কবীর (ছবি- সাজ্জাদ হোসেন)রোহিঙ্গাদের ওপর নির্যাতন ও তাদেরকে নিধন শুধুমাত্র জাতিগত কারণে হচ্ছে, তা নয়। রোহিঙ্গা নিধনের সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণগুলোর একটি হচ্ছে ব্লু ইকোনমি। এর সঙ্গে আমেরিকা, ভারত ও চীনের স্বার্থ জড়িয়ে আছে। রাখাইন রাজ্যটি এমন একটি স্থানে, যেটি ভূ-রাজনৈতিকভাবে অনেক গুরুত্বপূর্ণ। কারণ এই এলাকায় খবরদারি করতে পারলে তা যেকোনও দেশের জন্যই লাভজনক হবে।
বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) বিকাল ৪টায় অনুষ্ঠিত ‘ভূ-রাজনৈতিক অঙ্কের শিকার রোহিঙ্গা’ শীর্ষক বাংলা ট্রিবিউন বৈঠকিতে এসব কথা বলেন বাংলা ট্রিবিউনের প্ল্যানিং এডিটর নজরুল কবীর।
বৈঠকিতে নজরুল কবীর বলেন, ‘জানি না আমেরিকা আমাদেরকে কতদিন পর্যন্ত কূটনৈতিক সমর্থন করবে। কারণ, আমেরিকাও চায় এই সমুদ্রের ওপর একটা অধিকার প্রতিষ্ঠিত হোক। যেহেতু চীন ও ভারত অনেক বেশি ঝুঁকে গেছে মিয়ানমারের দিকে, তাই আমেরিকা আমাদের ওপর ঝুঁকেছে। এখন এই পরিস্থিতিতে আমরা সব ধরনের অধিকার বজায় রেখে কতদূর এগিয়ে যেতে পারব, তা অনেকটাই নির্ভর করবে আমাদের কূটনীতির ওপর।’
বৈঠকিতে আলোচক হিসেবে আরও উপস্থিত ছিলেন শিক্ষক ও গবেষক ড. সলিমুল্লাহ খান, কূটনৈতিক বিশ্লেষক মেজর জেনারেল (অব.) শাহিদুল হক, দৈনিক ইত্তেফাকের কূটনৈতিক সম্পাদক মাঈনুল আলম এবং শিক্ষক ও গবেষক আলতাফ পারভেজ।
মুন্নী সাহার সঞ্চালনায় বাংলা ট্রিবিউন কার্যালয় থেকে এই বৈঠকি এটিএন নিউজ ও বাংলা ট্রিবিউনের ফেসবুক পেজ থেকে সরাসরি সম্প্রচার করা হয়।
আরও পড়ুন-
‘পরিকল্পনা করেই রোহিঙ্গাদের নিধন করা হচ্ছে’
‘রোহিঙ্গা সংকটের সঙ্গে মিয়ানমারের ইতিহাসও জড়িয়ে আছে’
‘ভূ-রাজনৈতিক অঙ্কের শিকার রোহিঙ্গা’ শীর্ষক বাংলা ট্রিবিউন বৈঠকি শুরু

‘স্বীকৃতি দেবে না বলেই আদমশুমারি থেকে রোহিঙ্গাদের বাদ দিয়েছে মিয়ানমার’