জেলে নৌকায় মিয়ানমারের গুলি চালানোর ঘটনায় প্রতিবাদ জানিয়েছে সরকার

রোহিঙ্গা সংকটবাংলাদেশের জেলে নৌকায় মিয়ানমার বাহিনীর গুলি চালানোর ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ।
সোমবার (২৫ সেপ্টেম্বর) টেকনাফের শাহ পরীর দ্বীপের কাছে  একটি জেলে নৌকায় মিয়ানমার বাহিনী গুলি চালালে একজন নিহত হন।
মিয়ানমার বাহিনীর সদস্যরা বাংলাদেশের জেলে নৌকাটি জোরপূর্বক থামায়। তারা নৌকায় উঠে গুলিতে নিহত ব্যক্তির লাশসহ আরও পাঁচ জন জেলেকে মারধর করে পানিতে ফেলে দেয়।
পরবর্তী সময়ে স্থানীয় জেলেরা তাদের উদ্ধার করেন।এর মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা জানান, আজ  (২৬ সেপ্টেম্বর) নোট ভারবাল (আনুষ্ঠানিক পত্রের মাধ্যমে) এই ঘটনার তীব্র পতিবাদ জানানো হয়।
এর আগে মিয়ানমারের হেলিকপ্টার ও ড্রোন বাংলাদেশের আকাশ সীমা লঙ্ঘনের অভিযোগে দু’দফা প্রতিবাদ করেছে বাংলাদেশ।

আরও পড়ুন:

সু-চি’র অফিসের মন্ত্রী ঢাকায় আসছেন