মেডিক্যাল ভর্তি পরীক্ষা: কেন্দ্র পরিদর্শনের জন্য টিম গঠন

মেডিক্যাল ভর্তি পরীক্ষা, ছবি সংগৃহীত২০১৭-১৮ শিক্ষাবর্ষে সরকারি-বেসরকারি মেডিক্যাল কলেজগুলোয় ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পরীক্ষাকেন্দ্র পরিদর্শনের জন্য টিম গঠন করেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। স্বাস্থ্য মন্ত্রণালয়ের উপসচিব খান মো. নুরুল আমীন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে টিম গঠনের কথা বলা হয়েছে।

আগামী ৬ অক্টোবর সারাদেশে একযোগে এমবিবিএস ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। রাজধানীতে পাঁচটিসহ দেশের ২০টি কেন্দ্রে ভর্তি পরীক্ষা নেওয়া হবে। রাজধানীর পাঁচটি কেন্দ্রের ৩৪টি ভেন্যুতে পরীক্ষা হবে। ভর্তি পরীক্ষা তদারকি,পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন ও কেন্দ্রগুলোতে কোনও অনিয়ম হচ্ছে কিনা সে বিষয়ে তদারকি করতে পরিদর্শন টিম গঠন করা হল।

স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ বলেন, ‘এবার ৮২ হাজার ৮৫৬ জন শিক্ষার্থী আবেদন করেছে। এমবিবিএস-এ সরকারি ৩১টি মেডিক্যাল কলেজের জন্য আসন রয়েছে তিন হাজার ৩১৮টি। আর ৬৯টি প্রাইভেট মেডিক্যাল কলেজের জন্য আসন রয়েছে ৬০ হাজার ২৫টি।’

এর আগে ২৭ সেপ্টেম্বর স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বেলছেন, মেডিক্যাল ভর্তি পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের কোনও সুযোগ নেই। কোনও ধরনের গুজবে কান না দিতে পরীক্ষার্থী ও অভিভাবকদের প্রতি আহ্বান জানান।

পরীক্ষা সংক্রান্ত সব ধরনের প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে জানিয়ে মন্ত্রী বলেন, ‘সুষ্ঠুভাবে পরীক্ষা সম্পন্ন করতে একটি উচ্চপর্যায়ের কমিটি গঠন করা হয়েছে। সে কমিটি প্রশ্নপত্র প্রণয়ন থেকে শুরু করে কেন্দ্রে পৌঁছানো এমনকি খাতা মূল্যায়ন সবকিছুই মনিটরিং করবে। এছাড়া, সমাজের বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিদের নিয়ে একটি ওভারসাইট কমিটিও করা হয়েছে।’