‘পুঁজিবাদ দিয়েই সোশ্যাল মিডিয়ায় আসক্তিকে ব্যাখ্যা করতে হবে’

পুঁজিবাদ দিয়েই সোশ্যাল মিডিয়ায় আসক্তিকে ব্যাখ্যা করতে হবে, বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের শিক্ষক জোবাইদা নাসরীন। বৃহস্পতিবার বিকালে দেশের শীর্ষস্থানীয় অনলাইন নিউজ পোর্টাল ‘বাংলা ট্রিবিউন’ আয়োজিত ‘সোশ্যাল মিডিয়ায় আসক্তি’ শীর্ষক বৈঠকিতে তিনি এ মন্তব্য করেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের শিক্ষক জোবাইদা নাসরীনবৈঠকিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের এই শিক্ষক বলেন, ‘সোশ্যাল মিডিয়া সম্পূর্ণ ক্যাপিটালিজমের (পুঁজিবাদ) একটা জায়গায় অবস্থান করছে। এখান থেকেই এই ক্ষেত্রটির ওপর আসক্তিকে ব্যাখ্যা করতে হবে। সামাজিক চাহিদা এবং নিজের আচরণের ওপরও এটা অনেকটা নির্ভর করে।’

সোশ্যাল মিডিয়ায় তাৎক্ষণিক প্রতিক্রিয়া পাওয়া যায়, এই সুযোগকেই মানুষ ব্যবহার করছে উল্লেখ করে শিক্ষক জোবাইদা নাসরীন বলেন, ‘কেউ অন্যকে গুরুত্বারোপ করা, রাজনৈতিক থেকে শুরু করে ব্যক্তিগত জনপ্রিয়তা ও কারও দোষ-ত্রুটি নিয়ে কথা বলা, মজা করার যে প্রবণতা এটাই কাজ করছে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের মূল ভিত্তি হিসেবে।’

শুক্রাবাদের বাংলা ট্রিবিউন স্টুডিও থেকে বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪টায় এই বৈঠকিটি সরাসরি সম্প্রচার করছে এটিএন নিউজ। পাশাপাশি বাংলা ট্রিবিউনের ফেসবুক ও হোমপেজে লাইভ দেখা যাচ্ছে এই আয়োজন। বৈঠকি সঞ্চালনা করছেন মুন্নী সাহা। এতে অন্যদের মধ্যে অংশ নিয়েছেন সংগীতশিল্পী মাকসুদুল হক, বিএসএমএমইউ এর মনোরোগবিদ্যা বিভাগের অধ্যাপক সালাহ উদ্দিন কাওসার বিপ্লব, মানুষের জন্য ফাউন্ডেশনের কর্মসূচি সমন্বয়কারী আবদুল্লা আল মামুন, বাংলা ট্রিবিউনের প্রধান প্রতিবেদক উদিসা ইসলাম এবং বাংলা ট্রিবিউনের সম্পাদক জুলফিকার রাসেল।

ছবি: নাসিরুল ইসলাম