ডিম দিতে না পেরেও কার্যক্রম সফল দাবি আয়োজকদের

মসিউর রহমান (ছবি: সাজ্জাদ হোসেন)তিন টাকায় ডিম বিক্রির ঘোষণা দিয়েও ক্রেতাদের হাতে ডিম তুলে দিতে পারেননি আয়োজকরা। বিক্রি শুরুর প্রায় আধা ঘণ্টার মধ্যেই ক্রেতাদের চলে যেতে বলা হয়। এরপরও ও কার্যক্রম সফল হয়েছে বলে দাবি করেছে বাংলাদেশ পোল্ট্রি ইন্ডাস্ট্রিজ সেন্ট্রাল কাউন্সিল (বিপিআইসিসি)। সংগঠনের সভাপতি মসিউর রহমান বলেন, ‘এটাকে ব্যর্থতা বলব না, আমরা সফল।’

বাংলাদেশ পোল্ট্রি ইন্ডাস্ট্রিজ সেন্ট্রাল কাউন্সিল (বিপিআইসিসি) ও প্রাণিসম্পদ অধিদফতর বিশ্ব ডিম দিবস উপলক্ষে সাধারণ মানুষের কাছে প্রতিটি ডিম তিন টাকায় বিক্রির ঘোষণা দেয়। শুক্রবার (১৩ অক্টোবর) বেলা ১০টা থেকে ১টা পর্যন্ত তিন ঘণ্টা তিন টাকায় ডিম বিক্রির কথা ছিল। রাজধানীর খামাবাড়ির কৃষিবিদ ইনস্টিটিউটে হাজারো ক্রেতা জড়োও হয়েছিলেন। তবে ক্রেতাদের চাপে বিক্রি শুরুর আধা ঘণ্টা পরও বন্ধ হয়ে যায় ডিম বিক্রি।ডিম কেনাকে কেন্দ্র করে ধাক্কাধাক্কি (ছবি: সাজ্জাদ হোসেন)

বিপিআইসিসি মসিউর রহমান বলেন, ‘আমরা যে রকম প্রস্তুতি নিয়েছিলাম তার চেয়েও অনেক বেশি মানুষের সাড়া পেয়েছি। তবে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির জন্য ডিম বিক্রি করা যায়নি। এজন্য আমরা দুঃখপ্রকাশ করছি।’

এক লাখ ডিম বিক্রির প্রস্তুতি ছিল বলে জানান মসিউর রহমান। এদিকে বাংলাদেশ পোল্ট্রি ইন্ডাস্ট্রিজ সেন্ট্রাল কাউন্সিল (বিপিআইসিসি) এর সদস্য বিশ্বজিত রায় বলেন, ‘আমরা কল্পনাও করিনি এত মানুষ আসবে। ভেবেছিলাম টিসিবির ট্রাকের মতো অল্প মানুষ আসবে। এই ভুল থেকে শিক্ষা নিলাম। ভবিষ্যতে আরও বড় পরিসরে এ ধরনের উদ্যোগ নেওয়ার চেষ্টা করবো।’

আরও পড়ুন- তিন টাকার ডিম নিয়ে লঙ্কাকাণ্ড (ভিডিও)