‘চার কারণে জাতিসংঘের অধিবেশনে শেখ হাসিনার যোগদান ছিল গুরুত্বপূর্ণ’

 

জাতিসংঘের সাধারণ অধিবেশনে বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী (ছবি- সংগৃহীত)

জাতিসংঘের সাধারণ অধিবেশনে চারটি কারণে প্রধানমন্ত্রী শেখ হাসিনার যোগদান ছিল গুরুত্বপূর্ণ। এরমধ্যে তিনটিতেই ছিল বাংলাদেশের প্রেক্ষাপট। সোমবার (১৬ অক্টোবর) মন্ত্রিসভার বৈঠকের পর সচিবালয়ে এ কথা বলেন, মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম। এর আগে শেখ হাসিনার সভাপতিত্বে প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকের পর মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘জাতিসংঘের এবারের অধিবেশনে রোহিঙ্গা ইস্যুর বিষয়টি গুরুত্বের সঙ্গে আলোচনা হয়েছে। অধিবেশনে নারীর সমতা, অর্থায়ন ও সমঅধিকার নিশ্চিত করতে যে আলোচনা হয়েছে, এতে বাংলাদেশের প্রেক্ষাপট তুলে ধরা হয়। পারমাণবিক অস্ত্র নিরস্ত্রিকরণ ‍চুক্তিতে বাংলাদেশের সই করার বিষয়টিও আলোচনায় এসেছে গুরুত্বের সঙ্গে।

এছাড়া, জাতিসংঘের মহাসচিব হিসেবে আন্তোনিও গুতারেস নিযুক্ত হওয়ার পর প্রথম সাধারণ অধিবেশনে যোগদান করায় এই অধিবেশনটি ছিল বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ।