দুর্যোগ প্রবণ এলাকায় টেকসই বিদ্যালয় নির্মাণ করা হবে

বন্যা দুর্গত এলাকার স্কুল, ফাইল ছবিপ্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী মোস্তাফিজুর রহমান বলেছেন, দুর্যোগ প্রবণ এলাকার জন্য টেকসই মানের বিদ্যালয় নির্মাণ এবং  যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে সরকার কাজ করে চলেছে।

সোমবার রাজধানীর শিশু একাডেমি মিলনায়তনে ‘চাইল্ড পার্লামেন্ট’ এর এক বিশেষ অধিবেশনে শিশুদের প্রশ্নোত্তর পর্বে মন্ত্রী এ কথা বলেন।

মন্ত্রী বলেন, ‘আজকের যারা শিশু তারাই আগামীর নেতৃত্বে থাকবে। সরকারের লক্ষ্য বাংলাদেশকে ২০২১ সালের মধ্যে মধ্যম আয়ের ও ২০৪১ সালে উন্নত দেশে পরিণত হওয়া। এ লক্ষ্য অর্জন করতে হলে কোনও শিশুকেই উপেক্ষা করার অবকাশ নেই।’

তিনি বলেন, শিক্ষার উন্নয়ন এবং সবার জন্য শিক্ষা নিশ্চিত করতে যা যা করা প্রয়োজন সরকার সবই করবে। সব শিশুকেই যথাযথ শিক্ষার সুযোগ প্রদানে সরকার বদ্ধপরিকর।

চাইল্ড পার্লামেন্ট ন্যাশনাল চিলড্রেন টাস্কফোর্স যা বাংলাদেশ সরকার কর্তৃক স্বীকৃত একটি জাতীয় পর্যায়ের শিশু সংগঠন, যারা জাতিসংঘ শিশু অধিকার কমিটি থেকে প্রদত্ত সমাপনী পর্যবেক্ষণের আলোকে প্রতিবেদন তৈরি করে। খবর বাসস।