‘খালেদা জিয়ার গ্রেফতারি পরোয়ানা বাস্তবায়ন আইন-শৃঙ্খলা বাহিনীর বিষয়’

খালেদা জিয়া (ফাইল ছবি)বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গ্রেফতারি পরোয়ানা বাস্তবায়ন আইন-শৃঙ্খলা বাহিনীর বিষয় বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। মঙ্গলবার সচিবালয়ের তথ্য অধিদফতরের সম্মেলন কক্ষে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

খালেদা জিয়াকে গ্রেফতারে সরকারের কোনও নির্দেশনা রয়েছে কিনা- জানতে চাইলে তথ্যমন্ত্রী বলেন, ‘খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত। আদালতের এই পরোয়ানা বাস্তবায়ন করবে আইন-শৃঙ্খলা বাহিনী। তারা কোন প্রক্রিয়ায় খালেদা জিয়াকে গ্রেফতার করবে সেটা তাদের ব্যাপার। এখানে সরকারের নির্দেশনা বা কোনও কিছু করার নেই।’

খালেদা জিয়াকে গ্রেফতার করলে নির্বাচন বাধাগ্রস্ত হবে কিনা- জানতে চাইলে তিনি আরও বলেন, ‘অপরাধ করার কারণে কোনও দলের নেতা-নেত্রী যদি গ্রেফতার হন, তাহলে নির্বাচন বাধাগ্রস্ত হবে না। নির্বাচন সুষ্টভাবেই হবে। কারও গ্রেফতারের সঙ্গে নির্বাচনের কোনও সম্পর্ক নেই।’

তথ্যমন্ত্রী বলেন, ‘আমরা এখন জঙ্গিবাদের বিরুদ্ধে যুদ্ধ করছি। জঙ্গিবাদ ও আগুন সন্ত্রাসে অনেক দলের নেতাকর্মীরা সরাসরি জড়িত। এই ধরনের অপরাধী যেন নির্বাচনে না আসে, আমরা সেটাই চাইবো।’

প্রসঙ্গত, তিন মাস যুক্তরাজ্যে অবস্থান শেষে বুধবার ১৭ (অক্টোবর) খালেদা জিয়ার দেশে ফেরার কথা রয়েছে। যুক্তরাজ্যে অবস্থানের সময় জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় গত বৃহস্পতিবার তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত।

গণমাধ্যমের স্বাধীনতার বিষয়ে বিএনপির প্রস্তাব প্রসঙ্গে হাসানুল হক ইনু বলেন, ‘গণমাধ্যম স্বাধীন আছে। আপনারাই (সাংবাদিক) তার প্রমাণ। তাছাড়া দণ্ডবিধির ১৫৭ ধারা গণমাধ্যমের জন্য প্রণীত নয়। গণমাধ্যম মুক্তভাবে ফাংশন করছে।’

আরও পড়ুন:
সাংবিধানিক পদে অধিষ্ঠিত ব্যক্তিরা রাজনীতির চর্চা করবেন না: তথ্যমন্ত্রী