কুতুবদিয়ায় এলএনজি টার্মিনাল স্থাপনে চুক্তি সই

প্রস্তাবিত এলএনজি টার্মিনাল, ছবি সংগৃহীতকক্সবাজারের কুতুবদিয়ায় এলএনজি টার্মিনাল স্থাপনে দুটি কোম্পানির সঙ্গে চুক্তি সই করেছে পেট্রোবাংলা। কুতুবদিয়ায় ৫০০ এমএমএসসিএফডি ক্ষমতাসম্পন্ন ‘এফএসইউ অ্যান্ড ফিক্সড জেটি বেজড রি-গ্যাসিফিকেশন’ ইউনিটসহ এলএনজি টার্মিনাল স্থাপনের লক্ষ্যে ‘হংকং সাংহাই মানজালা পাওয়ার লিমিটেড’ (এইচএসএমপিএল) এবং মালয়েশিয়ার ‘গ্লোবাল এলএনজি অ্যান্ড পেট্রোনাস এলএনজি লিমিটেড (পেট্রোনাস)’ এর সঙ্গে ‘টার্মশিট ফর এলএনজি টার্মিনাল ইউজ এগ্রিমেন্ট’ চুক্তি সই হয়েছে।

রাজধানীতে পেট্রোবাংলা কার্যালয়ে এই ‘টার্মশিট ফর এলএনজি টার্মিনাল ইউজ এগ্রিমেন্ট’ সই হয়।

‘টার্মশিট ফর এলএনজি টার্মিনাল ইউজ এগ্রিমেন্ট’-এ পেট্রোবাংলার পক্ষে সংস্থার সচিব সৈয়দ আশফাকুজ্জামান এবং ‘এইচএসএমপিএল ও পেট্রোনাস’ এর পক্ষে ‘এইচএসএমপিএল’ এর প্রধান নির্বাহী কর্মকর্তা কাজী ওমর জাফর সই করেন।

পেট্রোবাংলার চেয়ারম্যান আবুল মনসুর ফয়েজউল্লাহর সভাপতিত্বে এই অনুষ্ঠানে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কাজী জাফর উল্লাহ, সংসদ সদস্য বেগম নিলুফার জাফর উল্লাহ এবং জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব জনাব নাজিমউদ্দিন চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন। খবর বাসস।