প্রধান বিচারপতির ১৬ কোটি টাকার হিসাব পাওয়া যায়নি: স্বদেশ রায়

প্রধান বিচারপতি এস কে সিনহার মোট ১৬ কোটি টাকার হিসাব পাওয়া যায়নি, বলে জানিয়েছেন সাংবাদিক স্বদেশ রায়। বৃহস্পতিবার ‘বিচারের রাজনীতি, রাজনীতির বিচার’ শীর্ষক বাংলা ট্রিবিউন বৈঠকিতে অংশ নিয়ে তিনি একথা বলেন।

স্বদেশ রায়বৈঠকিতে অংশ নিয়ে সাংবাদিক স্বদেশ রায় বলেন, ‘প্রধান বিচারপতি যোগদানের সাড়ে তিন মাস পর থেকেই একের পর এক তার বিরুদ্ধে গণমাধ্যমে খবর প্রকাশ হয়েছে। তার অনেক দুর্নীতির খবর সামনে এসেছে। তার চাকরি জীবনের অনেক অনেক টাকার হিসাব ট্যাক্সের আওতায় পাওয়া যায়নি।’

তিনি আরও বলেন, ‘১৯৯১ সালের পর থেকে দেশে খোঁড়া গণতন্ত্রের চর্চা শুরু হলেও অন্তত গণতন্ত্রের চর্চা শুরু হয়েছে। এর ফলে একটু সুফল সবাই পাচ্ছে যে আমরা সবকিছু নিয়েই সমালোচনা করতে পারছি। সেহেতু বিচার বিভাগ নিয়েও সমালোচনা করা যাচ্ছে। দেশের জনগণ যেমন দেশের মালিক তেমনি বিচার বিভাগের মালিকও তো জনগণ। ফলে বিচার বিভাগের সমালোচনা জনগণকে করা উচিত।’

বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪টায় শুক্রাবাদের বাংলা ট্রিবিউন স্টুডিও থেকে বৈঠকি সরাসরি সম্প্রচার করে এটিএন নিউজ। পাশাপাশি বাংলা ট্রিবিউনের ফেসবুক ও হোমপেজে লাইভ দেখা যায় এই আয়োজন। বৈঠকি সঞ্চালনা করেন মুন্নী সাহা।

বৈঠকিতে অন্যদের মধ্যে অংশ নেন সুপ্রিম কোর্ট বারের সভাপতি অ্যাডভোকেট জয়নাল আবেদীন, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল, আইনজীবী ব্যারিস্টার রুমীন ফারহানা ও বাংলা ট্রিবিউনের হেড অব নিউজ হারুন উর রশীদ।