আজ রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করবেন জর্ডানের রানি

জর্ডানের রানি রানিয়া আল আব্দুল্লাহজর্ডানের রানি রানিয়া আল আব্দুল্লাহ আজ সোমবার (২৩ অক্টোবর) কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করবেন। কুতুপালং ক্যাম্প ও আশেপাশের এলাকায় মিয়ানমার থেকে পালিয়ে এসে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের কাছে যাবেন তিনি।
শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, জর্ডানের রানি রানিয়া আল আব্দুল্লাহ ইন্টারন্যাশনাল রেসকিউ কমিটির (আইআরসি) একজন বোর্ড সদস্য ও জাতিসংঘ মানবিক সংস্থার একজন পরামর্শক। এসব দায়িত্বের অংশ হিসেবেই রোহিঙ্গা ক্যাম্পে যাচ্ছেন তিনি।
রানি তার এই সফরে আইআরসি, ইউএনএইচসিআর, ইউনিসেফ ও অন্যান্য মানবিক সংস্থার কিছু জরুরি সেবা পর্যবেক্ষণ করবেন। সফর শেষে এক সংবাদ সম্মেলনেও বক্তব্য রাখার কথা আছে তার। 

সূত্র: বাসস

আরও পড়ুন:

জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং মিশন আসছে কাল