ঢাবির টিএসসি সংক্রান্ত নোটিশ প্রত্যাহারের সিদ্ধান্ত

টিএসটিরাত ৮টার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্র-শিক্ষক কেন্দ্রে (টিএসসি) থাকা বিভিন্ন সংগঠনের অফিস বন্ধের নোটিশ প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। টিএসসির পরিচালক মহিউজ্জামান বাংলা ট্রিবিউনকে একথা জানিয়েছেন ।

তিনি বলেন, ‘শিক্ষার্থীদের আবেদনের পরিপ্রেক্ষিতে নোটিশ প্রত্যাহারের সিদ্ধান্ত হয়েছে। উপাচার্য নিজেও আমাকে এ বিষয়ে জানিয়েছেন।’

তিনি আরও বলেন, ‘গতকাল (রবিবার) টিএসসির সংগঠনগুলোর সঙ্গে জড়িত শিক্ষার্থীদের সঙ্গে এক সভায় বসেছিলাম। পরে উপাচার্যের সঙ্গে তাদের আবেদনের ব্যাপারটি নিয়ে কথা হয়েছে। আমরা সিদ্ধান্ত নিয়েছি,এখন থেকে টিএসসির কার্যক্রম স্বাভাবিকভাবেই চলবে। আমরা সংস্কৃতি চর্চাকে টাইম ফ্রেমের মধ্যে বাঁধতে চাই না। তবে টিএসসি পরিচালনার জন্য যে স্বাভাবিক নিয়মনীতি রয়েছে সেটা বলবৎ থাকবে।’

এর আগে ২১ অক্টোবর টিএসসিতে থাকা সামাজিক-সাংস্কৃতিক সংগঠনগুলোকে রাত ৮টার মধ্যে সব কাজ শেষ করার নির্দেশ দিয়েছিল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তবে প্রয়োজনে কর্তৃপক্ষের বিশেষ অনুমতি নিয়ে রাত ১১টা পর্যন্ত তারা রুমগুলো খোলা রাখতে পারবে বলে জানানো হয়েছিল। এ নির্দেশ দেওয়ার পর ব্যাপক সমালোচনার মুখে পড়তে হয় ঢাবি কর্তৃপক্ষকে।