সিইসির কণ্ঠে রবি ঠাকুরের কবিতা

ইসির সঙ্গে নির্বাচন কমিশনের সংলাপসাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি), নির্বাচন কমিশনার ও সাবেক আমলাদের সঙ্গে নির্বাচন কমিশনের (ইসি) সংলাপে উচ্ছ্বাস ধরে রাখতে পারলেন না সিইসি কে এম নুরুল হুদা। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ‘সোনারতরী’ কাব্যগ্রন্থের ‘মানসসুন্দরী’ কবিতার পংক্তি ঝরে পড়লো তার মুখে। আবৃত্তি করলেন, ‘আজ কোনো কাজ নয়- সব ফেলে দিয়ে/ ছন্দ বন্ধ গ্রন্থ গীত- এসো তুমি প্রিয়ে,/ আজন্ম-সাধন –ধন-সুন্দরী আমার কবিতা, কল্পনালতা।’
সিইসি নুরুল হুদা বলেন, ‘আজ খুব উচ্ছ্বাস হচ্ছে। ইসির সংলাপের আজ শেষ দিন। গত প্রায় তিন মাস ধরে এসব সংলাপে অনেক মূল্যবান কথা শুনেছি, অনেক ভারি ভারি কথা শুনেছি। আজ আপনাদের পেয়ে অনেকটাই হালকা অনুভব করছি।’
সংলাপে সূচনা বক্তব্য রাখছেন সিইসি কে এম নুরুল হুদামঙ্গলবার (২৪ অক্টোবর) নির্বাচন কমিশনের সঙ্গে নির্বাচন বিশেষজ্ঞদের সংলাপে উচ্ছ্বাস জানিয়ে এসব কথা বলেন সিইসি নুরুল হুদা। সাবেক সিইসি বিচারপতি আব্দুর রউফ ও সাবেক সিইসি এ টি এম শামসুল হুদা উপস্থিত আছেন এই সংলাপে। এসময় সাবেক সিইসি মোহাম্মদ আবু হেনা ও কাজী রকিবউদ্দীন আহমদ অনুপস্থিত থাকলেও তাদের কমিশনের সদস্য ও সাবেক সচিবরা সংলাপে অংশ নিচ্ছেন। তবে সাবেক সিইসি এম এ আজিজ বা তার কমিশনের কোনও সদস্যই সংলাপে উপস্থিত হননি।
সংলাপের সূচনা বক্তব্যে সিইসি এই সংলাপ থেকে প্রাপ্ত পরামর্শগুলো কাজে লাগাবেন বলে মন্তব্য করেন। তিনি বলেন, ‘সাবেক সিইসি, নির্বাচন কমিশনারদের পেয়ে খুবই ভালো লাগছে। আপনাদের অভিজ্ঞতাকে কাজে লাগাবো। আজ বিচিত্র অভিজ্ঞতার গল্প শুনতে চাই। এসব গল্প পরামর্শ আকারে গ্রহণ করবো। যত্ন সহকারে তা সংরক্ষণ করবো, তা প্রয়োগ করবো।’
ইসির সংলাপে উপস্থিত সাবেক সিইসি, নির্বাচন কমিশনার ও আমলারাবিভিন্ন রাজনৈতিক দল, সুশীল সমাজ ও নির্বাচন বিশেষজ্ঞদের সঙ্গে নির্বাচন কমিশনের ধারাবাহিক সংলাপের শেষ দিনে আজ অনুষ্ঠিত হচ্ছে এই সংলাপ। এতে নির্বাচন বিশেষজ্ঞ হিসেবে ২৬ জনকে আমন্ত্রণ জানানো হলেও উপস্থিত আছেন ১৬ জন।
সাবেক সিইসি মোহাম্মদ আব্দুর রউফ ও এ টি এম শামসুল হুদা ছাড়াও সংলাপে সাবেক নির্বাচন কমিশনারদের মধ্যে মুহাম্মদ ছহুল হোসাইন, এম সাখাওয়াত হোসেন, মোহাম্মদ আবদুল মোবারক, আবু হাফিজ, মো. শাহনেওয়াজ, সাবেক সচিব আবদুল করিম, মনজুর হোসেন, হুমায়ুন কবীরসহ  স্বরাষ্ট্র, জনপ্রশাসন, স্থানীয় সরকার, পুলিশ ও মন্ত্রণালয়ের কয়েকজন সাবেক শীর্ষ কর্মকর্তা অংশ নিচ্ছেন।