মুক্তিযোদ্ধা ফেরদৌসী প্রিয়ভাষিণী হাসপাতালে

ফেরদৌসী প্রিয়ভাষিণী (ফাইল ছবি)মুক্তিযোদ্ধা ফেরদৌসী প্রিয়ভাষিণী রাজধানীর ল্যাবএইড হাসপাতালের সিসিইউতে ভর্তি হয়েছেন। বুধবার (৮ নভেম্বর) দুপুর ২টার দিকে হার্ট অ্যাটাক করেছিলেন তিনি। এছাড়া হৃদক্রিয়া বন্ধ হয়ে গিয়েছিল দু’বার। এ কারণে এই ভাস্করের অবস্থা এখন গুরুতর বলে বাংলা ট্রিবিউনকে জানিয়েছেন হাসপাতালের চিকিৎসকরা।

বাংলা ট্রিবিউনকে ফেরদৌসী প্রিয়ভাষিণীর ছেলে কারু তিতাস বলেন, দুপুরে তার মায়ের হার্ট অ্যাটাক হওয়ায় দ্রুত ল্যাবএইডে নিয়ে আসা হয়। চিকিৎসকরা তার অবস্থা গুরুতর দেখে সিসিইউতে ভর্তি করেন। রাত ৯টার দিকে কারু তিতাস বাংলা ট্রিবিউনকে জানান, ‘সন্ধ্যায় ডাক্তারদের একটি বোর্ড বসে। মায়ের অবস্থা ক্রিটিক্যাল দেখে একটি অপারেশনও হয়েছে। কিন্তু ডাক্তাররা এখনও কিছু বলছেন না।’

ফেরদৌসী প্রিয়ভাষিণীর চিকিৎসা চলছে বরেণ চক্রবর্তীর তত্ত্বাবধানে। তিনি বলেন, ‘ফেরদৌসী প্রিয়ভাষিণীর হার্টে বাইপাস করা ছিল। তিনি আগে থেকেই অসুস্থ ছিলেন। কিন্তু আজ (বুধবার) গুরুতর অসুস্থ হয়ে পড়েন। হাসপাতালে আনার পর দুপুর ২টার দিকে তার হৃদক্রিয়া বন্ধ হয়ে গিয়েছিল। বিকাল ৫টার দিকেও আরেকবার এমন হয়েছে। সব মিলিয়ে তাকে যে কোনও সময় আইসিইউতে নেওয়া হতে পারে।’

বুধবার রাত ৮টার দিকে ফেরদৌসী প্রিয়ভাষিণীর বিষয়ে ল্যাবএইড হাসপাতালের চিকিৎসকদের একটি বোর্ড জরুরি সভায় বসবে বলে জানান চিকিৎসক বরেণ চক্রবর্তী।