সোয়াচ অব নো গ্রাউন্ডে গবেষণা চালাবে ইসাবেলা ফাউন্ডেশন

pic-1বঙ্গোপসাগরের সোয়াচ অব নো গ্রাউন্ডের নীল জলরাশিতে ৪০ জন নিয়ে গবেষণা চালাবে ইসাবেলা ফাউন্ডেশন। আগামী ১৭ নভেম্বর থেকে ২১ নভেম্বর পর্যন্ত পাঁচব্যাপী এই গবেষণা চলবে। বুধবার সকালে ঢাকা রিপোর্টাস ইউনিটে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক (প্রশাসন) ও ইসাবেলা ফাইন্ডেশনের চেয়ারম্যান কবির বিন আনোয়ার।

তিনি বলেন, ‘বাংলাদেশ নৌবাহিনী এবং  মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের বিশেষ সহযোগিতায় এবার গবেষকদের দলে সঙ্গে যুক্ত হচ্ছে আধুনিক প্রযুক্তি সম্পন্ন জরিপ জাহাজ মীন সন্ধানী।’

ইসাবেলা ফাউন্ডেশনের গবেষক দলের প্রধান পরামর্শক ড. আনিসুজ্জামান খান বলেন, ‘এবার গবেষণার জন্য বিভিন্ন প্রতিষ্ঠানের ১২টি বিভাগের মোট ৪০ জন গবেষক গবেষণার আধুনিক যন্ত্রপাতি নিয়ে প্রস্তুত আছেন। এই গবেষণাপত্র সারা বিশ্বে প্রকাশিত হবে। ইসাবেলা ফাইন্ডেশনের চেয়ারম্যান কবির বিন আনোয়ারের নেতৃত্বে সোয়াচের নীল জলের উপরিভাগসহ পানির নিচেও গবেষণা ও তথ্যচিত্রের জন্য তিনজন প্রশিক্ষিত স্কুবা ডাইভারও প্রস্তুত। এর আগে গত মার্চ মাসে ১৩ জনের একটি গবেষক দল সোয়াচ অব নো গ্রাউন্ডে নানা এলাকা ঘুরে গবেষণাধর্মী একটি মানচিত্র প্রস্তুতের কাজ সম্পন্ন করেছেন। তারই ধারাবাহিকতায় এবার পাঁচদিনের এই অভিযাত্রা।’

তিনি আরও বলেন, ‘সোয়াচ অব নো গ্রাউন্ডের নিরাপত্তাসহ ইসাবেলা ফাউন্ডেশনের গবেষণার নিজস্ব যন্ত্রপাতির সঙ্গে এবার মীন সন্ধানী জাহাজ থাকছে। নতুন এই জাহাজটি সমুদ্রের পানিতে ৩৬০ ডিগ্রি অবতলে ২০০ মিটার গভীরতা পর্যন্ত জীবিত যে কোনও জলজ প্রাণী চিহ্নিত করতে সক্ষম।’

আরও পড়ুন:
প্রাথমিক শিক্ষা সমাপনীতে পরীক্ষার্থী কমেছে এক লাখ ৩৪ হাজার