আপিল বিভাগের বিচারপতিদের সঙ্গে আইনমন্ত্রীর বৈঠক সন্ধ্যায়

আইনমন্ত্রী আনিসুল হক (ফাইল ফটো)ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি ও আপিল বিভাগের বিচারপতিদের সঙ্গে আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হকের বৈঠক আজ সন্ধ্যায় অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার (১৬ নভেম্বর)  দুপুরে আইনমন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা ড. মো. রেজাউল করিম বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চত করেন। তবে বৈঠকের স্থান সম্পর্কে তিনি তাৎক্ষণিকভাবে কিছুই জানাতে পারেননি।

জানা গেছে, সাবেক প্রধান বিচারপতি এসকে সিনহার ছুটিতে যাওয়া ও পরে রাষ্ট্রপতির কাছে তার পদত্যাগপত্র জমা দেওয়ার পর আপিল বিভাগের বিচারপতিদের সঙ্গে বৈঠকে বসছেন আইনমন্ত্রী।

গত ১৪ নভেম্বর রাষ্ট্রপতি আবদুল হামিদ এসকে সিনহার পদত্যাগপত্র গ্রহণ করেন। অন্যদিকে, ছুটিতে থাকা অবস্থায় ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির দায়িত্ব পান বিচারপতি আব্দুল ওয়াহাব মিঞা।

এসকে সিনহার পদত্যাগের পর প্রধান বিচারপতি নিয়োগ ও আপিল বিভাগের বিচারপতি স্বল্পতার বিষয়ে আলোচনা করতে এই প্রথম সরকারের সঙ্গে বৈঠকে বসছেন বিচারপতিরা।

আরও পড়ুন:
হিষ্কৃত মেজর জিয়াকে ধরা পুলিশের জন্য কতটা চ্যালেঞ্জের