‘এস কে সিনহার প্রতি ক্রোধ গোপন রাখতে পারেনি সরকার’

এস কে সিনহা ও খালেদা জিয়াপ্রধান বিচারপতির পদ থেকে এস কে সিনহাকে সরে যেতে সরকার বাধ্য করেছে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।  তিনি বলেছেন,  ‘প্রধান বিচারপতি এস কে সিনহাকে তার পদ থেকে সরে যেতে বাধ্য করা হয়েছে। সংবিধানে ষোড়শ সংসোধনী রায় দেওয়ার পর থেকে সিনহার বিরুদ্ধে ক্ষমতাসীনদের অপতৎপরতা শুরু হয়। শাসক মহল তাদের ক্রোধও গোপন করে রাখতে পারেনি।’

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) দুপুরে পুরান ঢাকার বকশীবাজারে আলিয়া মাদ্রাসা মাঠে স্থাপিত বিশেষ আদালতে আত্মপক্ষ সমর্থনে বক্তব্য দেওয়ার সময় তিনি এসব কথা বলেন। জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবেল ট্রাস্ট মামলা আজ পঞ্চম দিনের মতো আত্মপক্ষ সমর্থনে বক্তব্য রাখেন তিনি। 

খালেদা জিয়া বলেন, ‘তারা (সরকার) প্রকাশ্যেই প্রধান বিচারপতিকে নানা রকম হুমকি দিয়ে আপত্তিকর ও আক্রমণাত্মক মন্তব্য করতে শুরু করে। সরকারের বিরুদ্ধে রায় দেওয়ার অপরাধে তাকে পদত্যাগ করে চলে যেতে বলা হয়।  প্রধান বিচারপতিকে যেখানে এমন ভাগ্য বরণ করতে হয়, সেখানে অন্য বিচারকদের সামনে ন্যায় বিচারের সুযোগ ও পরিবেশ কি থাকতে পারে?  এই পরিস্থিতিতে দেশের বিচার ব্যবস্থার ওপর জনগণের কতটুকু আস্থা থাকতে পারে?’

এর আগেও আদালতে আত্মপক্ষ সমর্থনের বক্তব্যে তিনি সদ্য পদত্যাগ করা প্রধান বিচারপতি এস কে সিনহাকে নিয়ে কথা বলেছেন। সরকারের বিরুদ্ধে বিচার ব্যবস্থায় হস্তক্ষেপেরও অভিযোগ তুলেছেন তিনি।  

আরও পড়ুন-

হেনস্তার উদ্দেশ্যেই আমার বিরুদ্ধে ৩২ মামলা: খালেদা জিয়া


বিচার বিভাগের হাত-পা বাঁধা, তাই ন্যায়বিচার নিয়ে শঙ্কিত আমিও: খালেদা