ঝিলমিল প্রকল্পে অ্যাপার্টমেন্ট নির্মাণে মালয়েশিয়ার সঙ্গে রাজউকের চুক্তি সই

 

রাজউকরাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) ঝিলমিল আবাসিক এলাকায় ১৩ হাজার ৯২০টি ফ্ল্যাট নির্মাণ করা হচ্ছে। এ ফ্ল্যাট নির্মাণের জন্য রাজউক ও মালয়েশিয়ার বিএনজি গ্লোবাল হোল্ডিংস এসডিএন বিএইচডি অ্যান্ড কনসোর্টিয়ামের মধ্যে চুক্তি স্বাক্ষরিত হয়েছে। বৃহস্পতিবার রাজউকের চেয়ারম্যান মো. আব্দুর রহমান ও মালয়েশিয়ান কোম্পানির চিফ এক্সিকিউটিভ প্রফেসর ড. শরিফা সাবরিনা নিজ নিজ সংস্থার পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। 

চুক্তি অনুযায়ী চার বছরের মধ্যে এসব ফ্ল্যাটের নির্মাণ কাজ শেষ হবে। এ জন্য মালয়েশিয়ান কোম্পানি বিনিয়োগ করবে।  

উল্লেখ্য, এ প্রকল্পে ১৬০ একর জমির ওপর ৬০টি ২০ তলা ভবনে ১ হাজার ৪০০ বর্গফুট আয়তনের ৯ হাজার ১২০টি, ১৪টি ২৫ তলা ভবনে ১ হাজার ৬০০ বর্গফুট আয়তনের দুই হাজার ৬৮৮টি এবং ১১টি ২৫ তলা ভবনে ২ হাজার ২০০ বর্গফুট আয়তনের ২ হাজার ১১২টি ফ্ল্যাট নির্মাণ করা হবে। এছাড়া এ অ্যাপার্টমেন্ট পার্কে ১৩ হাজার ৯২০টি গাড়ি পার্ক করার সুবিধা, মসজিদ, কমিউনিটি সেন্টার, লেক, পার্ক, খেলার মাঠের সুবিধা থাকবে।

রাজধানীর একটি হোটেলে আয়োজিত  চুক্তিস্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, পরিকল্পনামন্ত্রী আ হ ম মোস্তফা কামাল,  বিদ্যুৎ জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ, রাজউকের চেয়ারম্যান আব্দুর রহমান এবং প্রকল্প পরিচালক আব্দুল লতিফ হেলালি প্রমুখ।