সংসদ সদস্য অসহায় হলে সাধারণ মানুষের কী হবে: শামীম ওসমান

 

শামীম ওসমানসংসদে বিশেষ অধিকার ক্ষুণ্নের নোটিশ দিয়ে ৬ মাসেও সুরাহা না হওয়ায় অসহায়ত্ব প্রকাশ করেছেন ক্ষমতাসীন দলের সংসদ সদস্য এ কে এম শামীম ওসমান। বৃহস্পতিবার অধিবেশনে মাগরিবের বিরতির পর অনির্ধারিত আলোচনায় শামীম ওসমান সংসদের বৈঠকে সভাপতিত্বকারী ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়ার উদ্দেশে বলেন, ‘আমি অসহায় সংসদ সদস্য। আপনার কথায় অধিকার ক্ষুণ্নের নোটিশ দিয়েছিলাম। কিন্তু চারটা অধিবেশন চুপ করে দেখলাম। এখনও রেজাল্ট পায়নি। আপনি যে বললেন, নোটিশ দিতে, নোটিশের কোনও রেজাল্ট যদি না পাই, তাহলে আমার কী করণীয়? আমি সংসদ সদস্য হয়ে অসহায় হলে সাধারণ মানুষের কী হবে?’

এরপর ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়া বিষয়টি নিয়ে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সঙ্গে আলোচনা করবেন বলে জানান। একইসঙ্গে সংসদ সচিবালয়কে শামীম ওসমানের নোটিশটি স্পিকারের গোচরে আনার পরামর্শ দেন।

উল্লেখ্য, গত ২৬ জানুয়ারি ডেইলি অবজারভারে সংসদ সদস্যদের বিরুদ্ধে ‘মনগড়া’ সংবাদ পরিবেশনের অভিযোগে পত্রিকাটির সম্পাদক ইকবাল সোবহান চৌধুরীকে সংসদে তলবের দাবি জানিয়ে রাজশাহী-৪ আসনের সংসদ সদস্য এনামুল হক একটি নোটিশ দেন। এরপর শামীম ওসমান দৈনিক প্রথম আলো, ডেইলি অবজারভার ও অনলাইন নিউজ পেপার বাংলা ট্রিবিউনের বিরুদ্ধে অধিকার ক্ষুণ্নের নোটিশ দেন। বিধি মোতাবেক না হওয়ায় প্রথম আলো ও বাংলা ট্রিবিউনের বিরুদ্ধে দেওয়া নোটিশ গ্রহণ করেননি স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।