শাহজালালে যাত্রীর শরীরে তল্লাশি চালিয়ে তিনটি স্বর্ণবার উদ্ধার

স্বর্ণরাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এক যাত্রীর শরীরে তল্লাশি চালিয়ে তিনটি স্বর্ণের বার উদ্ধার করেছে কাস্টম হাউসের প্রিভেন্টিভ দল। ওই যাত্রীর নাম আব্দুল আলীম ভুইয়া। ঢাকা কাস্টম হাউসের সহকারী কমিশনার সাইদুল ইসলাম একথা জানিয়েছেন।

তিনি জানান, আব্দুল আলীম সৌদি আরব থেকে দুবাই হয়ে শুক্রবার রাত ১১টা ২৫ মিনিটে ঢাকায় আসেন। গোপন সংবাদের ভিত্তিতে তার শরীরে তল্লাশি করে লুকানো অবস্থায় স্বর্ণের তিনটি বার উদ্ধার করা হয়। স্বর্ণের বারগুলো তার কোমরে ও মোজার ভেতর লুকানো ছিল।

কাস্টম ওই কর্মকর্তা আরও বলেন, ওই যাত্রীর পাসপোর্ট অনুযায়ী তিনি চলতি বছরে ১২ বার বিদেশ ভ্রমণ করেছেন। আটক স্বর্ণবারের মধ্যে ২৫০ গ্রাম ওজনের একটি ও ১১৬ গ্রাম ওজনের দুটি বার রয়েছে‌। আটক স্বর্ণের আনুমানিক বাজার দর প্রায় ২৫ লাখ টাকা। এ আটকের ঘটনায় শুল্ক আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।