শাহজালালে যাত্রীর কাছ থেকে ১ লাখ ইউএস ডলার জব্দ

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ঘোষণা ছাড়াই বিদেশে নেওয়ার অভিযোগে এক যাত্রীর কাছ থেকে ১ লাখ ইউএস ডলার জব্দ করেছে ঢাকা কাস্টম হাউস। শুক্রবার দিবাগত রাত রাত ১২টা ৫০ মিনিটের দিকে চায়না সাউদান এয়ারলাইন্সে চীন হয়ে কানাডা যাওয়ার সময় মো. হাসান তৌফিক ইমাম নামের যাত্রীর কাছ থেকে এ অর্থ জব্দ করা হয়েছে বলে জানান ঢাকা কাস্টম হাউসের ডেপুটি কমিশনার অথেলো চৌধুরী।

অথেলো চৌধুরী বলেন, যাত্রী মো. হাসান তৌফিক ইমামের গ্রামের বাড়ি নোয়াখালী। বোর্ডিং করার সময় তাকে স্ক্যানিং করে ১ লাখ ইউএস ডলার পাওয়া যায়। নিয়ম অনুয়ায়ী এত অর্থ বহন করা যায় না। কাস্টমস অ্যাক্ট অনুযায়ী তার বিরুদ্ধে বিভাগীয় মামলা ও অন্যান্য ব্যবস্থা নেওয়া হচ্ছে।