রোহিঙ্গা ক্যাম্পের স্বাস্থ্যকেন্দ্রে সৌরবিদ্যুৎ দিচ্ছে আইএমও

রোহিঙ্গা ক্যাম্পজাতিসংঘের আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইএমও) কক্সবাজারের কুতুপালং ও বালুখালীর রোহিঙ্গা ক্যাম্পের স্বাস্থ্যকেন্দ্রগুলোয় সৌরবিদ্যুতের ব্যবস্থা করছে। শনিবার সংস্থাটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানিয়েছে।

কুতুপালং ও বালুখালী ক্যাম্পে বর্তমানে চার লাখ ৪০ হাজার রোহিঙ্গা রয়েছে।

ক্যাম্পগুলোয় সৌরবিদ্যুৎ সরবরাহের আগে কেবল দিনের বেলায় স্বাস্থ্যসেবা কার্যক্রম চলতো। আর সৌরবিদ্যুৎ চালু করার পর এখন রাত-দিন ২৪ ঘণ্টা স্বাস্থ্যসেবা কার্যক্রম চালানোর পরিকল্পনা করা হচ্ছে। সৌরবিদ্যুৎ চালুর মাধ্যমে বিশুদ্ধ খাবার পানির সরবরাহ নিশ্চিত করা সম্ভব হচ্ছে।

কক্সবাজারে সম্প্রতি রোহিঙ্গা জনস্রোত আসার আগে আইএমও, বিশ্বস্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) এবং বাংলাদেশের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের নিবিড় সহযোগিতায় স্বাস্থ্য খাতে কর্মরত সংস্থাগুলোর মধ্যে সমন্বয়ের মাধ্যমে কাজ করতো।

গত তিন মাসে রোহিঙ্গা ক্যাম্পগুলোতে বিপুল সংখ্যক লোকের আগমনের ফলে স্বাস্থ্য খাতের ওপর প্রচণ্ড চাপ বেড়েছে। আইএমও টেকনাফ ও উখিয়ায় রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠী উভয়ের জন্য ৭৫ হাজার স্বাস্থ্যবিষয়ক কনসালটেশন পরিচালনা করেছে।

কক্সবাজারে আইএমও’র জরুরি স্বাস্থ্য কর্মকর্তা মরিয়ম আবদেল করিম স্পিজকেরমান বলেন, ‘আমাদের সেবার চাহিদা বেড়ে যাওয়ায় সব সময় আমরা সেবা দিতে পারবো। রোহিঙ্গা শরণার্থীদের স্বাস্থ্যসেবার প্রয়োজন অনেক। ২৪ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ অনেক জীবন বাঁচাতে সহায়ক হবে।’ খবর বাসস।