রফতানি পণ্যের ৮২ ভাগই তৈরি পোশাক: বাণিজ্যমন্ত্রী

দেশের মোট রফতানির প্রায় ৮২ ভাগই তৈরি পোশাক বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। রবিবার (১৯ নভেম্বর) জাতীয় সংসদ অধিবেশনের প্রশ্নোত্তর পর্বে জাতীয় পার্টির সংসদ সদস্য নুরুল ইসলাম মিলনের লিখিত প্রশ্নের উত্তরে মন্ত্রী একথা জানান। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে রবিবার বিকাল ৪টা ১৮মিনিটে দশম জাতীয় সংসদের ১৮তম অধিবেশন শুরু হয়।

সংসদে বাণিজ্যমন্ত্রীতোফায়েল আহমেদ বলেন, ‘তৈরি পোশাক রফতানির এই ধারা অব্যাহত রাখতে সরকার নানাবিধ পদক্ষেপ গ্রহণ করেছে। সরকারের নেওয়া এই পদক্ষেপগুলোর মধ্যে নতুন বাজার অনুসন্ধান করা অন্যতম।’

তৈরি পোশাকের নতুন বাজার অনুসন্ধানে নেওয়া পদক্ষেপগুলো হচ্ছে-

১. তৈরি পোশাক রফতানি বাজার সম্প্রসারণ ও সুসংহত করতে সরকার নতুন বাজার অনুসন্ধানের অংশ হিসেবে ব্রাজিল, মেক্সিকো, দক্ষিণ আফ্রিকা, চিলি ও এবং রাশিয়াসহ অন্যান্য অগ্রসরমান দেশে সরকারিভাবে বাণিজ্য প্রতিনিধি দল পাঠানো হচ্ছে।

২. তৈরি পোশাকের বাজার সম্প্রসারণ ও সুসংহত করতে বিদেশে বিপণন মিশন প্রেরণ, একক দেশীয় বস্ত্র ও তৈরি পোশাক মেলার আয়োজন, আন্তর্জাতিক মেলার আয়োজন ও অংশগ্রহণের ব্যবস্থা করা হয়েছে।

৩. আঞ্চলিক বাজারসমূহ আরও গভীরভাবে পর্যালোচনর সুবিধার্থে বিদেশে বাংলাদেশের মিশনসমূহে বাণিজ্যিক উইং স্থাপন করা হয়েছে। এর অংশ হিসেবে জেনেভায় বিদ্যমান বাণিজ্যিক উইং সম্প্রসারণ করা হয়েছে। দক্ষিণ কোরিয়া ও সিঙ্গাপুরে নতুন বাণিজ্যিক উইং স্থাপন করা হয়েছে।

তৈরি পোশাক ও গার্মেন্ট এক্সেসরিজসহ সব রফতানি পণ্য উন্নয়ন ও ভবিষ্যৎ প্রতিযোগিতামূলক সক্ষমতা বৃদ্ধিতে গবেষণা ও উন্নয়ন কার্যক্রমের ওপর জোর দিয়ে গবেষণার উদ্যোগও নেওয়া হয়েছে বলে সংসদকে জানান মন্ত্রী।