বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রকল্পগুলো দ্রুত অনুমোদনের সুপারিশ

 

সংসদীয় কমিটির বৈঠকপরিকল্পনা কমিশনে থাকা বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ প্রকল্পগুলো দ্রুত অনুমোদনের সুপারিশ করেছে সংশ্লিষ্ট মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। রবিবার বিকালে জাতীয় সংসদ ভবনে কমিটির সভাপতি সাবের হোসেন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে এই সুপারিশ করা হয়।

বৈঠকে উপস্থিত ছিলেন কমিটির সদস্য বস্ত্র ও পাটমন্ত্রী ইমাজ উদ্দিন প্রামাণিক, প্রতিমন্ত্রী মির্জা আজম, মন্নুজান সুফিয়ান, ডা. মো. এনামুর রহমান, সাবিনা আক্তার তুহিন প্রমুখ। বৈঠকে বিজেএমসির মামলাগুলো দ্রুত নিষ্পত্তির জন্য প্রয়োজনীয় উদ্যোগ নিতেও বলা হয়।

সংসদীয় কমিটির বৈঠকে ১৩৬তম আইপিইউ সম্মেলন ও ১৬৩তম সিপিএ সম্মেলনের অতিথিদের মধ্যে পাটপণ্যের বিষয়ে যারা আগ্রহ প্রকাশ করেছেন, তাদের সঙ্গে যোগাযোগ অব্যাহত রাখতে বলা হয়েছে। একইসঙ্গে সরকারের কাছে বিজেএমসি ও বিটিএমসির পাওনা অর্থের বিস্তারিত বিবরণ পরবর্তী কমিটি বৈঠকে উপস্থাপনের সুপারিশও করা হয়। এছাড়া তাঁত বোর্ডের সমস্যা, চ্যালেঞ্জ মোকাবিলা ও  রূপকল্প ২০২১ বাস্তবায়নের বিষয়ে তথ্যভিত্তিক প্রতিবেদন উপস্থাপন করতে বলা হয়েছে।