অবকাঠামো উন্নয়নে ২৬ কোটি ডলার দিচ্ছে এডিবি





2017-11-19_6_164475বাংলাদেশে টেকসই ও অবকাঠামো বিনিয়োগ বৃদ্ধি সহায়তায় বিশেষ করে নবায়নযোগ্য জ্বালানির পাশাপাশি সরকারি-বেসরকারি অংশীদারিত্ব (পিপিপি) প্রকল্পে অর্থায়নে ২৬ কোটি মার্কিন ডলার ঋণের জন্য সরকার রবিবার এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছে।
এই বিষয়ে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, চুক্তিতে বাংলাদেশের পক্ষে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিব কাজী শফিউল আজম ও এডিবির পক্ষে কান্ট্রি ডিরেক্টর মনমোহন প্রকাশ স্বাক্ষর করেন। রাজধানীর শেরে বাংলানগরস্থ ইআরডিতে এই চুক্তি স্বাক্ষরিত হয়।
তৃতীয় সরকারি-বেসরকারি অবকাঠামো উন্নয়ন সুবিধা (পিপিআইডিএফ-৩)-এর জন্য এই ঋণ দেওয়া হবে। নবায়নযোগ্য জ্বালানি ও জ্বালানি দক্ষতাসহ অবঠামো বিনিয়োগ বৃদ্ধি চায় পিপিআইডিএফ-৩।
সংস্থার কান্ট্রি ডিরেক্টর মনমোহন প্রকাশ বলেন, ‘প্রবৃদ্ধি লক্ষ্যমাত্রা অর্জনে সরকারি বাজেট থেকে সরাসরি অর্থায়নের ওপর চাপ কমাতে পিপিপি প্রকল্পে বেসরকারি সেক্টরের বিনিয়োগ উদারিকরণে এটি সহায়ক হবে।’ সূত্র: বাসস