নূর চৌধুরীকে শিগগিরই দেশে ফিরিয়ে আনা সম্ভব হচ্ছে না: আইনমন্ত্রী

বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনি নূর চৌধুরী

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মস্বীকৃত খুনি ও ফাঁসির দণ্ডপ্রাপ্ত পলাতক আসামি নূর চৌধুরীকে খুব তাড়াতাড়ি দেশে ফিরিয়ে আনা সম্ভব হবে না বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।  তিনি বলেন,  ‘এ বিষয়ে কানাডার আইনে কিছু সমস্যা রয়েছে।  এই সমস্যা সমাধান না হওয়া পর্যন্ত  নূর চৌধুরীকে দেশে ফিরিয়ে আনা সহজ হবে না।  বাংলাদেশ সরকারের পক্ষ থেকে বারবারই কানাডা সরকারের প্রতি নূর চৌধুরীকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে কানাডার কাছে সহযোগিতা চেয়ে আসছে।’ সোমবার সচিবালয়ে বাংলাদেশে নিযুক্ত কানাডার নতুন হাইকমিশনার বেনোইট প্রিফোনটেইন সৌজন্য সাক্ষাৎ করতে এলে আইনমন্ত্রী আজও এ সহযোগিতা চান।

আইনমন্ত্রী বলেন, ‘কানাডার আইনে যে সমস্যা আছে তা নিয়ে আমরা আলোচনা চালিয়ে যাচ্ছি। যতদিন পর্যন্ত নূর চৌধুরীকে দেশে  না ফিরিয়ে আনা যাবে ততোদিন কানাডার কাছে আমরা সহযোগিতা চাইতেই থাকবো। কারণ উচ্চ আদালতের রায় বাস্তবায়নে সরকারের দায়িত্ব রয়েছে।’

কবে নাগাদ প্রধান বিচারপতির নিয়োগ দেওয়া হবে এমন প্রশ্নের জবাবে আনিসুল হক বলেন, ‘সংবিধানে প্রধানমন্ত্রী এবং প্রধান বিচারপতি নিয়োগদানের ক্ষমতা বা এখতিয়ার একমাত্র রাষ্ট্রপতির। তিনিই জানেন  প্রধান বিচারপতি কবে নিয়োগ দেবেন। ’

সাবেক প্রধান বিচারপতি এস কে সিনহার দুর্নীতির বিষয়ে সরকারের অবস্থান সম্পর্কে জানতে চাইলে আইনমন্ত্রী বলেন, ‘আইন তার নিজস্ব গতিতে চলবে।  কেউ আইনের ঊর্ধ্বে নয়।’