গাজীপুর ও রংপুর নগরীতে উল্টোপথে গাড়ি চালালে জরিমানা

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সোমবার অনুষ্ঠিত হয় মন্ত্রিসভা বৈঠকউল্টোপথে গাড়ি চালালে জরিমানার বিধান রেখে গাজীপুর মহানগরী পুলিশ আইন-২০১৭ এবং রংপুর মহানগরী পুলিশ আইন-২০১৭ নামে পৃথক দু’টি আইনের খসড়ায় অনুমোদন দিয়েছে মন্ত্রিপরিষদ।

সোমবার (২০ নভেম্বর) প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিপরিষদ সভায় এ অনুমোদন দেওয়া হয়। পরে বিকালে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম।

শফিউল আলম বলেন, ‘নতুন আইনে গাজীপুর ও রংপুর মহানগরীতে উল্টোপথে গাড়ি চালালে ও যত্রতত্র গাড়ি পার্কিং করলে দুই হাজার থেকে পাঁচ হাজার টাকা জরিমানা এবং ফুটপাত দিয়ে গাড়ি চালালে বা গাড়ি পার্কিং করলে এক থেকে দুই হাজার টাকা জরিমানার বিধান রাখা হয়েছে।’

তিনি আরও বলেন, ‘আইন দুটি বরিশাল ও সিলেট মহানগরীর পুলিশ আইনের মতোই। তবে কয়েকটি ধারায় পরিবর্তন আনা হয়েছে। আইনের ৭৭ নম্বর ধারায় বলা হয়েছে, কোনও মহিলাকে যেকোনও জায়গায় উত্ত্যক্ত করা হলে, তাদের লক্ষ্য করে অঙ্গ-প্রত্যঙ্গ প্রদর্শন করলে ও শরীর স্পর্শ করলে একবছরের জেল এবং পাঁচ থেকে ১০ হাজার টাকা জরিমানা বা উভয়দণ্ড দেওয়া হবে।’

মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘এই দণ্ড পুলিশ দিতে পারবে না। জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এই শাস্তি দিতে পারবেন। তবে যতদিন পর্যন্ত দুই মহানগরীতে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত (সিএমএম) হচ্ছে না, ততদিন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত (সিজেএম) বিচার করবেন।’

তিনি আরও বলেন, ‘সভায় বাংলাদেশ ও ভুটানের মধ্যে সই হওয়া দ্বৈত করারোপ পরিহার ও রাজস্ব ফাঁকি রোধ সংক্রান্ত চুক্তি অনুসমর্থন প্রস্তাব অনুমোদন করা হয়েছ।’

আরও পড়ুন:

নূর চৌধুরীকে শিগগিরই দেশে ফিরিয়ে আনা সম্ভব হচ্ছে না: আইনমন্ত্রী