শিখা অনির্বাণে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

শিখা অনিবার্ণে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, ছবি: ফোকাস বাংলা

সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে মঙ্গলবার সকালে ঢাকা ক্যান্টনমেন্টে শিখা অনির্বাণে ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর তিনি সেখানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। এসময় সেনা, নৌ ও বিমান বাহিনীর একটি দল তাকে গার্ড অব অনার প্রদান করে। পরে প্রধানমন্ত্রী অনির্বাণ প্রাঙ্গণে রাখা দর্শনার্থী খাতায় সই করেন।

শিখা অনির্বাণে পৌঁছানোর পর প্রধানমন্ত্রীকে স্বাগত জানান সেনাপ্রধান জেনারেল আবু বেলাল মোহাম্মদ শফিউল হক, নৌপ্রধান অ্যাডমিরাল এম নিজামউদ্দিন, বিমান বাহিনীর প্রধান মার্শাল আবু এসরার এবং সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল মো. মাহফুজুর রহমান।

noname

প্রসঙ্গত, ১৯৭১ সালের ২১ নভেম্বর বাংলাদেশ সশস্ত্র বাহিনীর একযোগে পাকিস্তানি বাহিনীর ওপর হামলা চালায়। যা বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের বিজয়কে ত্বরান্বিত করে। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে প্রতি বছর এই দিনটিকে সশস্ত্র দিবস হিসেবে পালন করা হয়। খবর বাসস।