আড়াই ঘণ্টা উন্মুক্ত ছিল নৌবাহিনীর জাহাজ


সশস্ত্র বাহিনী দিবসে উন্মুক্ত ছিল নৌবাহিনীর জাহাজ। দিবসটির বিভিন্ন কর্মসূচির মধ্যে সাধারণ মানুষের পরিদর্শনের জন্য নৌবাহিনীর জাহাজ উন্মুক্ত করে দেওয়া ছিল অন্যতম। রাজধানীর সদরঘাট ছাড়াও দেশের বিভিন্নস্থানে এসব জাহাজ উন্মুক্ত করে দেওয়া হয়।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) জানায়, ঢাকার সদরঘাট ছাড়াও নারায়ণগঞ্জ, চট্টগ্রাম, খুলনা, মংলা, বরিশাল ও চাঁদপুরে বিশেষভাবে সজ্জিত নৌবাহিনীর জাহাজগুলো মঙ্গলবার দুপুর ২টা থেকে বিকাল ৪টা ৩০ মিনিট পর্যন্ত জনসাধারণের পরিদর্শনের জন্য উন্মুক্ত ছিল। সাধারণ মানুষ অনেক উৎসাহ নিয়ে এসব জাহাজ পরিদর্শন করেন। জাহাজে থাকা নৌবাহিনীর সদস্যরা তাদের জাহাজ সম্পর্কে বিভিন্ন প্রশ্নের জবাব দেন।