শেষ হলো সংসদের ১৮তম অধিবেশন

শেষ হলো সংসদের ১৮তম অধিবেশন। সাংবিধানিক বাধ্যবাধকতার কারণে মাত্র ১০ কার্যদিবসেই এই অধিবেশন শেষ হয়ে যায়। গত ১২ নভেম্বর শুরু হয়েছিল এই অধিবেশন।

বৃহস্পতিবার রাতে রাষ্ট্রপতির আদেশ পাঠ করার মধ্য দিয়ে অধিবেশনের ইতি টানেন স্পিকার শিরীন শারমিন চৌধুরী।

এর আগে অধিবেশনের সমাপনী বক্তব্য রাখেন সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ।

সমাপনী বক্তব্যে স্পিকার শিরীন শারমিন সংসদ পরিচালনায় সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান। 

এবারের অধিবেশনে মোট ৩ টি বিল পাস হয়েছে। কার্যপ্রণালী বিধির ৭১ বিধিতে ২৮৬টি নোটিশ পাওয়া যায়। যার মধ্যে ১৫টি গৃহীত হয়। গৃহীত নোটিশগুলোর মধ্যে ১১টি সংসদে আলোচিত হয়। ৭১ এর ক বিধিতে ১০৫টি নোটিশ নিয়ে আলোচনা হয়।

অধিবেশনে প্রধানমন্ত্রীর উত্তর দেওয়ার জন্য ৮৭টি প্রশ্ন পাওয়া যায়। যার মধ্যে ৩২টি প্রশ্নের উত্তর দেন সংসদ নেতা শেখ হাসিনা।

বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রীদের উত্তর দেওয়ার জন্য ১ হাজার ৬৭৬ টি প্রশ্ন পাওয়া যায়। যার মধ্যে মন্ত্রীরা জবাব দেন ১ হাজার ৩৩৩টির।

অধিবেশনে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ আন্তর্জাতিক স্বীকৃতি পাওয়া উপলক্ষে সাধারণ আলোচনা শেষে একটি প্রস্তাব গৃহীত হয়েছে।