খিলগাঁওয়ে পুলিশের সঙ্গে 'বন্দুকযুদ্ধে' নিহত ১

বন্দুকযুদ্ধরাজধানীর খিলগাঁওয়ের মোস্তফা মাঝির মোড় এলাকায় পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে বেল্লাল হোসেন (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। পুলিশের দাবি, নিহত ব্যক্তি আন্তঃজেলা ডাকাত সর্দার।

শুক্রবার (২৪ নভেম্বর) ভোররাত ৩টার দিকে খিলগাঁওয়ের মোস্তফা মাঝির মোড় এলাকায় খিলগাঁও থানা পুলিশের সঙ্গে এই বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান বাংলা ট্রিবিউনকে এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘ডাকাতির উদ্দেশ্যে বেলাল ও তার দল এলাকায় প্রবেশ করেছিল। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সেখানে অভিযানে যায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে বেল্লাল ও তার দল গুলি ছোঁড়ে। পুলিশও আত্মরক্ষার্থে গুলি করে। এসময় মোস্তফা মাঝির মোড়ে আহত অবস্থায় বেল্লালকে পড়ে থাকতে দেখা যায় এবং তার কাছে একটি গুলিভর্তি শটগান পাওয়া যায়। তার সঙ্গী অন্য ডাকাত সদস্যরা পালিয়ে যায়। আহত অবস্থায় তাকে ঢামেক হাসপাতালে নিলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।'

ওসি আরও বলেন, ‘নিহত বিল্লালের বিরুদ্ধে হত্যা, অস্ত্র, মাদকসহ বিভিন্ন অপরাধে রাজধানী ও রাজধানীর বাইরে ১০টি মামলা পেয়েছি। আরও মামলা আছে বলে আমরা ধারণা করছি।’ বেল্লালের বিরুদ্ধে চট্টগ্রাম, পাবনাসহ বিভিন্ন জেলায় মামলা রয়েছে বলেও জানান তিনি।