আহমেদ কামালের জানাজা সম্পন্ন

আহমেদ কামালের লাশবাহী গাড়িসাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছোট ভাই আহমেদ কামালের জানাজা সম্পন্ন হয়েছে। শুক্রবার (২৪ নভেম্বর) জুমার নামাজের পর বায়তুল মোকাররম মসজিদে তার জানাজা হয়। সর্বসাধারণের শ্রদ্ধা জানানোর জন্য জানাজা শেষে মসজিদ কমপ্লেক্স মার্কেটের সামনে তার লাশ কিছুক্ষণ রাখা হয়।   

বৃহস্পতিবার (২৩ নভেম্বর) বিকাল সাড়ে ৪টার দিকে মধ্য বাসাবোতে নিজ বাসভবনে তিনি মারা যান।

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সিনিয়র যুগ্ম-মহাসচিব রহুল কবির রিজভীসহ অনেকে উপস্থিত ছিলেন জানাজার নামাজে। 

২০০৬ সাল পর্যন্ত পর্যটন করপোরেশনের জিএম হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি। আহমেদ কামালের স্বজন বলতে ছিলেন ভাইয়েদের পরিবার ও তাদের সন্তানেরা। তবে কারও সঙ্গেই তার যোগাযোগ ছিল না।

ব্যক্তিজীবনে নিভৃতে বসবাস করা আহমেদ কামাল আলোচনায় আসেন গত বছর। একটি মহলের উদ্যোগে জিয়াউর রহমানের আদর্শে নতুন দল করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। গত বছরের ৫ মার্চ রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে ‘শহীদ জিয়ার আদর্শ ও বিপন্ন গণতন্ত্র পুনরুদ্ধার’ শীর্ষক এক আলোচনা সভা তিনি এ ঘোষণা দেন। তবে এর মাস ছয়েক পরেই ২০১৬ সালের ১ সেপ্টেম্বর বাংলা ট্রিবিউনকে জানিয়েছিলেন, তিনি অসুস্থ। এ অবস্থায় তিনি কোনও দল করছেন না এবং রাজনীতি করার ইচ্ছা ও ক্ষমতা তার নেই।