আনন্দ শোভাযাত্রার রুটম্যাপ দেখে চলার পরামর্শ ডিএমপির

আনন্দ শোভাযাত্রার রুটম্যাপবঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানে ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ ইউনেস্কোর ‘মেমোরি অব দ্য ওয়ার্ল্ডে’র স্বীকৃতি পাওয়ায় আগামীকাল শনিবার (২৫ নভেম্বর) দেশব্যাপী আনন্দ র‌্যালি হবে। শনিবার বেলা ১২টায় এই শোভাযাত্রা হওয়ার কথা। এজন্য ঢাকা মহানগর পুলিশের ট্রাফিক বিভাগ রাজধানীতে চলাচলকারী যানবাহন চালকদের শোভাযাত্রার রুটম্যাপ দেখ চলাচলের পরামর্শ ও একটি নির্দেশনা দিয়েছে। এই নির্দেশনায় শোভাযাত্রার রুট, সময় নির্ধারণ করে দেওয়া হয়েছে।

শোভাযাত্রার রুট: বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর থেকে র‍্যালি শুরু হয়ে রাসেল স্কয়ার ক্রসিং হয়ে কলাবাগান দিয়ে সায়েন্সল্যাব বামে মোড় নিয়ে বাটা সিগন্যাল-কাঁটাবন ক্রসিং হয়ে শাহবাগ ডানে মোড় নিয়ে ছবির হাট হয়ে সোহরাওয়ার্দী উদ্যানে গিয়ে শেষ হবে।

যেসব গেট ব্যবহার করে সোহরাওয়ার্দী উদ্যানে প্রবেশ করা যাবে:

১। ছবির হাটের গেট

২। টিএসসি গেট

৩। বাংলা একাডেমির বিপরীতের গেট

৪। কালী মন্দির গেট

৫। তিন নেতার মাজার গেট

নগরবাসীকে ডিএমপি’র ট্রাফিক দক্ষিণ বিভাগ কর্তৃক পাঠানো রুটম্যাপ দেখে চলাচল ও ট্রাফিক বিভাগকে সর্বাত্মক সহযোগিতা করতে অনুরোধ করা যাচ্ছে।