ঝুঁকি নিয়েই অস্ত্রোপচার করতে হচ্ছে ফেরদৌসী প্রিয়ভাষিণীর





ফেরদৌসী প্রিয়ভাষিণী (ফাইল ছবি)গুরুতর অসুস্থ অবস্থায় ঝুঁকি নিয়েই মুক্তিযোদ্ধা ফেরদৌসী প্রিয়ভাষিণীর অস্ত্রোপচার করতে হচ্ছে বলে বাংলা ট্রিবিউনকে নিশ্চিত করেছেন প্রিয়ভাষিনীর ছেলে কারু তিতাস।
আগামীকাল রবিবার (১০ ডিসেম্বর) বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে একটি মেডিক্যাল টিম এই অস্ত্রোপাচার করবে বলে জানিয়েছেন তিনি।
তিনি বলেন, ‘ড. নকুল দত্তের তত্ত্বাবধানে একটি মেডিক্যাল বোর্ড অপারেশন করবে। সকাল সাড়ে ৭টায় তাকে অপারেশ থিয়েটারে নেওয়ার কথা রয়েছে।’ পায়ের গোড়ালির অপারেশন করবে বলেও জানান তিনি।
ডাক্তারদের বরাত দিয়ে তিনি আরও বলেন, ‘শারীরিক নানা জটিলতার কারণে এই অপারেশন ঝুঁকিপূর্ণ।’
উল্লেখ্য, এর আগে গত ৮ নভেম্বর হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে সিসিইউতে নেওয়া হয়। পরে গত ২৩ নভেম্বর হেপাটোলজি (লিভার) বিভাগের সহযোগী অধ্যাপক ডা. মামুন আল মাহতাব স্বপ্নীলের অধীনে বিএসএমএমইউ হাসপাতালে ভর্তি হন প্রিয়ভাষিণী। তিনি ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ ছাড়াও লিভার, কিডনি, ইউরিন ও থাইরয়েডের নানা সমস্যা ও জটিল বিভিন্ন রোগে ভুগছেন। এ ছাড়া তার বাম পায়ের গোড়ালিতেও সমস্যা রয়েছে।