১৫ দিন বাড়লো বিমান বাংলাদেশের মূল্যছাড়ের টিকিট কেনার সময়

বিমান বাংলাদেশবিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মূল্যছাড় অফারের টিকিট ক্রয়ের সময়সীমা ১৫ দিন বাড়ানো হয়েছে। এ অফারের আওতায় আগামী ২২ ডিসেম্বর পর্যন্ত টিকিট কেনা যাবে।

এর আগে টিকিট কেনার সময়সীমা ৭ ডিসেম্বর পর্যন্ত নির্ধারণ করা হয়েছিল। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপক জনসংযোগ তাছমিন আকতার জানান,এই অফারে আগামী ১ জানুয়ারি ২০১৮ থেকে ৩১ মার্চ ২০১৮-এর মধ্যে ভ্রমণ করার সুযোগ রয়েছে।

তিনি জানান, আকাশ পথে ভ্রমণকে আরও সাশ্রয়ী এবং অধিকতর স্বাচ্ছন্দ্যময় করে তুলতে যাত্রী সাধারণের সুবিধার্থে বিভিন্ন সেক্টরে ঘোষিত এ অফারটির টিকেট বিক্রির সময় বাড়ানো হয়।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে সূত্রে জানা গেছে,  বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সব ধরনের ট্যাক্স ও সারচার্জসহ ভাড়া নির্ধারণ করেছে। ঢাকা-ব্যাংকক-ঢাকা ১৬ হাজার ৪২ টাকা, ঢাকা-সিঙ্গাপুর-ঢাকা ১৮ হাজার ১১৬ টাকা, ঢাকা-কাঠমান্ডু-ঢাকা ১৪ হাজার ৩৬ টাকা, ঢাকা-কলকাতা-ঢাকা ৮ হাজার ৬৮৫ টাকা এবং ঢাকা-কক্সবাজার-ঢাকা ৬ হাজার ৪৫৮ টাকা ।

সব সেলস সেন্টার, ট্রাভেল এজেন্ট থেকে নগদ/ ক্রেডিট কার্ড/ বিকাশ/ রকেট এবং বিমান ওয়েবসাইট থেকে ক্রেডিট কার্ড/ রকেটের মাধ্যমে টিকিট ক্রয়ের সুবিধা থাকছে। এই অফার বিষয়ে বিস্তারিত জানতে বিমান ওয়েবসাইট www.biman-airlines.com এ ভিজিট অথবা ফোন নম্বর ০২-৮৯০১৬০০ # ২৭১০, ২৭১১ ও ০২-৯৫৬০১৫১-৫৯ # ১৬১-তে যোগাযোগ করা যাবে। খবর বাসস।