আকায়েদের খালুকে জিজ্ঞাসাবাদ

আকায়েদ উল্লাহনিউ ইয়র্কের ম্যানহাটনে বাস টার্মিনালে বিস্ফোরণে জড়িত সন্দেহে আটক বাংলাদেশি আকায়েদ উল্লাহর (২৭) খালু তুসান কোম্পানিকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ। মঙ্গলবার সন্দ্বীপ থানায় ডেকে নিয়ে তাকে জিজ্ঞাসাবাদ শুরু করে পুলিশ।

স্থানীয় সাংবাদিক ও সন্দ্বীপ প্রেসক্লাবের সভাপতি রহিম উল্লাহ বাংলা ট্রিবিউনকে এ তথ্য জানিয়েছেন। আকায়েদের খালুর বাড়ি সন্দ্বীপের গাছুয়ায়।

সন্দ্বীপ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আকায়েদের খালুকে আটক করা হয়নি, তাকে থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এখানে ঊর্ধ্বতন কর্মকর্তারাও আছেন।’

আকায়েদের চাচাতো ভাই সোহরাব। তিনি থাকেন চট্টগ্রামে। তিনি বলেন, 'আকায়েদরা চার ভাইবোন। তিনি বিবাহিত, তিন মাস আগে তার একটি সন্তান হয়েছে। ওই সময় সে বাংলাদেশে এসেছিল।'

সোহরাব আরও বলেন, পুলিশ তাকেও ডেকেছে। তিনি সন্দ্বীপের উদ্দেশে রওনা দিয়েছেন। 

আরও জানা গেছে, নানীকে দেখতে গত সেপ্টেম্বর মাসে আকায়েদ একবার দেশে এসেছিল। তারা দীর্ঘদিন ধরে এলাকায় থাকে না। তার নানা বাড়ি থেকে নিজেদের বাড়ির দূরত্ব ১০ কিলোমিটার।

আরও পড়ুন:
ম্যানহাটন হামলার আকায়েদের বাড়ি সন্দ্বীপের মুসাপুর